Maha Kumbh Mela 2025: কুম্ভে মাংস রান্না, জানতে পেরেই কুড়ুল হাতে ছুটে এলেন সাধু… প্রয়াগে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

Feb 03, 2025 | 2:21 PM

Maha Kumbh Mela 2025: মাংস দেখেই কুড়ুল দিয়ে সেই রান্না টান মেরে মাটিতে ফেলে দেন সাধু। রাগের বশে ওই দম্পতি এবং তাবুর উপরে চালান তান্ডব লীলা।

Maha Kumbh Mela 2025: কুম্ভে মাংস রান্না, জানতে পেরেই কুড়ুল হাতে ছুটে এলেন সাধু... প্রয়াগে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

Follow Us

সমাজমাধ্যমে খুললেই এখন যেন খালি কুম্ভের খবর। ভাইরাল সাধু-সন্ন্যাসী থেকে নিম দাঁতন বা মালা বিক্রেতারাও। মহাকুম্ভের নানা খবর রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। সম্প্রতি সেই মহাকুম্ভের আরেকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শোরগোল।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক সাধু, পরনে গেরুয়া গামছা, মাথায় জটা, হতে কুড়ুল নিয়ে এগিয়ে যাচ্ছে একটি কালো তাবুর দিকে। তাবুর বাইরে বসানো ছিল রান্না। সেই রান্না ঢাকা সরাতেই রেগে আগুন হয়ে যান সাধু। তাঁরই সঙ্গে ছিলেন আরও বেশ কয়েকজন ব্যাক্তি। কুম্ভ মেলায় মাংস রান্না করছিলেন এক দম্পতি।

মাংস দেখেই কুড়ুল দিয়ে সেই রান্না টান মেরে মাটিতে ফেলে দেন সাধু। রাগের বশে ওই দম্পতি এবং তাবুর উপরে চালান তান্ডব লীলা। তাঁদের অপরাধ, কুম্ভ মেলায় কেন তাঁরা মাংস রান্না করবে? কুড়ুল দিয়ে তাবু কেটে উপরে ফেলে দেন সাধু। তাবুর ভিতরে থাকা ব্যাক্তিকে বেশ কয়েকটি লাথি-ঘুষি চালান তিনি। ক্রোধের বশে মারতে গিয়েছিলেন মহিলাকেও। যদিও মহিলাকে শেষ অবধি কোনও আঘাত করেননি তাঁরা।

অবিলম্বে ওই স্থান পরিষ্কার করে কুম্ভ প্রাঙ্গন ত্যাগ করার জন্য বলা হয় ওই দম্পতিকে। প্রসঙ্গত, কুম্ভ মেলায় প্রত্যেক বার আগমন ঘটে কোটি কোটি ভক্তের। এমনকি প্রয়াগরাজ শহর সম্পূর্ণ নিরামিষ বলেও ঘোষণা করা হয়েছে। সেখানে মাংস রান্না করায় রেগে আগুন একাংশ। ভিডিও করছিলেন যে ব্যাক্তি তিনি বার বার বলতে থাকেন, “কুম্ভ পে মুরগা ক্যায়সে পাকায়া”, অর্থাৎ “কুম্ভ মেলায় মাংস কী করে রান্না করলে?”। ভিডিও গ্রহণকারীর আরও অভিযোগ ওই ব্যাক্তি নাকি মদ্যপ অবস্থায় ছিলেন। সময় সাধু মুখে ছিল হর হর মহাদেব ধ্বনি।

ভিডিওটি পোস্ট করেছেন সুনিমেশ মাইতি নামে এক নেট ব্যবহারকারী। ভিডিওটি ছড়িয়ে পড়তেই তাতে মন্তব্যের ঝড় বয়ে গিয়েছে। শেয়ার করেছেন ৬.৩ হাজার জন।