
চণ্ডীগঢ়: হাতে উদ্ধত বন্দুক, তরোয়াল। এই অবস্থায় পুলিশ ব্যারিকেট ভেঙে হামলা করা হল থানায়। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি), ভয়ঙ্কর ছবি দেখা গেল পঞ্জাবের অমৃতসরের আজনালা থানা এলাকায়। খলিস্তানপন্থী দল ‘ওয়ারিশ পঞ্জাব দে’ দলের নেতা অমৃতপাল সিং-এর ঘনিষ্ঠসহযোগী লভপ্রীত তুফানের গ্রেফতারির বিরুদ্ধে ছড়িয়ে পড়ল হিংসাত্মক বিক্ষোভ। অমৃতপালের দাবি, তুফানের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সশস্ত্র অবস্থায় তিনি হুমকি দিয়েছেন, অবিলম্বে এই এফআইআর খারিজ করা না হলে, পরবর্তী ক্ষেত্রে যা ঘটবে, তার জন্য প্রশাসন দায়ী থাকবে। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেছেন, “রজনৈতিক উদ্দেশ্যে এই এফআইআর নথিভুক্ত করা হয়েছে। যদি ওরা এক ঘণ্টার মধ্যে এই মামলা বাতিল না করে, তারপর যা হবে তার দায় কর্তৃপক্ষকেই নিতে হবে। ওরা মনে করে আমরা কিছু করতে পারি না। তাই এই বল প্রদর্শন দরকারি ছিল।”
স্বঘোষিত খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং এবং তাঁর পাঁচ সহযোগীর বিরুদ্ধে অপহরণ, চুরি, দাঙ্গা করা, আঘাত করা এবং অবৈধ জমায়েত করার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। অমৃতপাল সিংয়ের এক প্রাক্তন সহকারী ভারিন্দর সিং-ই তাঁদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছে। তাঁকে অমৃতপাল সিং এবং তাঁর সহযোগীরা অপহরণ করে নির্দয়ভাবে মারধর করেছিল বলে অভিযোগ করেছিলেন তিনি। গত সপ্তাহেই এই মামলায় লভপ্রীত তুফানকে গ্রেফতার করা হয়। অমৃতপালের দাবি, তিনি নির্দোষ। গত সপ্তাহে গ্রেফতারির পর থেকে তাঁকে নির্যাতন করা হচ্ছে। এফআইআর বাতিল না করলে থানা ঘেরাও করে রাখার হুমকি দিয়েছেন তিনি।
#WATCH | Punjab: Supporters of ‘Waris Punjab De’ Chief Amritpal Singh break through police barricades with swords and guns outside Ajnala PS in Amritsar
They’ve gathered outside the PS in order to protest against the arrest of his (Amritpal Singh) close aide Lovepreet Toofan. pic.twitter.com/yhE8XkwYOO
— ANI (@ANI) February 23, 2023
সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেছেন, “আমরা খুব শান্তিপূর্ণভাবে খালিস্তানের দাবি জানাচ্ছি। হিন্দু রাষ্ট্রের দাবি করা গেলে, আমরা কেন খালিস্তানের দাবি তুলতে পারব না? প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে খালিস্তান আন্দোলনের বিরোধিতার মূল্য চোকাতে হয়েছিল। প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ বা ভগবন্ত সিং মান – যেই হোক না কেন,কেউ আমাদের থামাতে পারবে না। আমার এবং আমার সমর্থকদের বিরুদ্ধে তোলা সব অভিযোগ মিথ্যা।” গত সপ্তাহে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান বলেছিলেন, কেউ যদি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঘৃণা সৃষ্টি করতে চায়, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের প্রেক্ষিতেই অমৃতপাল সিং এবং সশস্ত্র সহযোগীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ করা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
#WATCH |Amritsar | ‘Waris Punjab De’ chief Amritpal Singh says, “…FIR registered only with a political motive. If they don’t cancel the case in 1hr, Admin will be responsible for whatever happens next…They think we can’t do anything, so this show of strength was necessary…” pic.twitter.com/Cl5Tz5b9wS
— ANI (@ANI) February 23, 2023
তবে, এদিন কিন্তু অমৃতপাল সিং-এর দলবলের তাপের মুখে নতি স্বীকার করতে একপ্রকার বাধ্য হয়েছে পঞ্জাব পুলিশ। শেষ পর্যন্ত লভপ্রীত তুফানকে ছেড়ে দেয় পুলিশ। হিংসাত্মক বিক্ষোভও তুলে নেন অমৃতপাল সিংরা। অমৃতসরের এসএসপি বলেন, “আমাদের সামনে যে সকল প্রমাণ তুলে ধরা হয়েছে, তার ভিত্তিতেই লভপ্রীত তুফানকে ছেড়ে দেওয়া হচ্ছে।” অমৃতসরের পুলিশ কমিশনার বলেন, “লভপ্রীত যে নির্দোষ, সেই বিষয়ে ওঁরা আমাদের যথেষ্ট প্রমাণ দিয়েছেন। ওঁরা এখন শান্তিপূর্ণভাবে এই জায়গা ছেড়ে যাবেন। আইন আইনের পথে চলবে।”