নয়া দিল্লি: ভগবানের পরেই স্থান দেওয়া হয় চিকিৎসকদের। রোগীকে এক ঝলক দেখে বা তার কথা শুনেই বুঝে যান যে ঠিক সমস্যাটা কোথায় বা রোগ কী? তবে চিকিৎসকদের বিরুদ্ধে রোগীদের এক মস্ত অভিযোগও রয়েছে। এবং এই অভিযোগ আজকের নয়, বছরের পর বছর ধরেই করে আসছেন। কী সেই অভিযোগ? চিকিৎসকদের হাতের লেখা!
সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি প্রেসক্রিপশন, যেখানে চিকিৎসক কী লিখেছেন, তা উদ্ধার করতে পারছেন না। ওই প্রেসক্রিপশন দেখে কেউ লিখেছেন যে এর থেকে বাচ্চাদের হাতের লেখা ভাল। আবার কেউ লিখেছেন যে ওতে মোটেও চিকিৎসক কোনও ওষুধের নাম লেখেননি। বরং চিকিৎসক হয়তো পরীক্ষা করছিলেন যে পেনের কালি পড়ছে কি না। কেউ কেউ আবার মজা করে লিখেছেন যে কয়েকটা শব্দই না হয় লিখে দিতেন।
MP Gajab News : सतना के डॉक्टर साब ने ऐसा लिखा पर्चा कि ‘खुद लिखे खुदा बांचे’ वाली कहावत हो गई, देखें वायरल हो रहा Prescription#Satna #Doctor #Viral #Prescription @healthminmp #MPNews #PeoplesUpdate pic.twitter.com/VCoYRoFpRJ
— Peoples Samachar (@psamachar1) September 6, 2024
পাড়ার মোড়ে বসা ডাক্তারের কাছেই যান বা হাসপাতালের বড় চিকিৎসকের কাছে, রোগী দেখার পর প্রেসক্রিপশনে কী লিখছেন, তা রোগী কিছুতেই উদ্ধার করতে পারেন না। চিকিৎসকের হাতের লেখা একমাত্র দুজনই বুঝতে পারেন, এক সেই চিকিৎসক নিজে এবং ফার্মাসিস্ট।
অনেকেই মনে করেন যে শুধুমাত্র ভারতেই হয়তো চিকিৎসকদের হাতের লেখা খারাপ। তবে তা কিন্তু নয়। বিশ্বের যেকোনও প্রান্তের চিকিৎসকদের মধ্যে অধিকাংশেরই হাতের লেখা খারাপ। এই নিয়ে অনেকে যেমন মজা করেছেন, তেমনই অনেকে আবার এই বিষয়টি তুলে ধরেছেন যে চিকিৎসকদের লেখনী পড়তে না পারলেও, তাদের রোগ নির্ণয়েই কিন্তু প্রাণ রক্ষা পায়।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)