VIDEO: সর্দিকাশিতে ভুগছিল, ৫ বছরের শিশুর মুখে সিগারেট ধরিয়ে চিকিৎসক বললেন ‘টানো, টানো’
Viral Video: ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই চিকিৎসক শিশুর মুখে সিগারেট দিচ্ছেন এবং তাতে আগুন ধরিয়ে বেশ কয়েকবার টান দিতে বলছেন।

লখনউ: কিছুতেই কমছে না সর্দি-কাশি, ৫ বছরের শিশুকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সেখানে চিকিৎসক যা কাণ্ড ঘটালেন, তা দেখে চক্ষু চড়কগাছ অভিভাবক থেকে শুরু করে চিকিৎসা করাতে আসা বাকি রোগীদের। অভিযোগ, ওই শিশুর কাশি কমাতে চিকিৎসক তাকে ধূমপান করান। ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে। কুঠাউন্ডের স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত ছিলেন ডঃ সুরেশ চন্দ্র। অভিযোগ, ডঃ চন্দ্রের কাছে যখন ৫ বছরের শিশু সর্দি-কাশি নিয়ে যায়, তখন চিকিৎসা পদ্ধতি হিসাবে ওই চিকিৎসক তাঁকে সিগারেটে টান দিতে বলেন।
Shocking 🚨
A doctor posted at CHC in UP’s Jalaun reportedly advised a boy to smoke a cigarette.
He claimed he was treating the child for cough and cold by making him inhale cigarette smoke.
The doctor, Dr. Suresh Chandra, has now been transferred and a probe is underway. pic.twitter.com/1mHJLijgWg
— यमराज (@autopsy_surgeon) April 16, 2025
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই চিকিৎসক শিশুর মুখে সিগারেট দিচ্ছেন এবং তাতে আগুন ধরিয়ে বেশ কয়েকবার টান দিতে বলছেন। বিষয়টি শীর্ষ আধিকারিকদের নজরে আসতেই রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন।
অভিযুক্ত চিকিৎসককে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। এই ধরনের ঘটনা কোনওভাবে বরদাস্ত করা হবে না বলেই জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।





