Video: মদ খেয়ে অসভ্যতা! বিয়ের মণ্ডপ থেকে পত্রপাঠ জামাইকে তাড়ালেন কনের মা

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 15, 2025 | 8:29 PM

এত দিন বলা হত কন্যাদায়গ্রস্ত পিতা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। তেমনই এক ছবি দেখা গেল বেঙ্গালুরুর একটি বিয়ের মণ্ডপে। ছাঁদনাতলা থেকে পত্রপাঠ নতুন জামাইকে বিদায় করলেন কনের মা। ভাবছেন এমনটাও হতে পারে?

Video: মদ খেয়ে অসভ্যতা! বিয়ের মণ্ডপ থেকে পত্রপাঠ জামাইকে তাড়ালেন কনের মা

Follow Us

এত দিন বলা হত কন্যাদায়গ্রস্ত পিতা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। তেমনই এক ছবি দেখা গেল বেঙ্গালুরুর একটি বিয়ের মণ্ডপে। ছাঁদনাতলা থেকে পত্রপাঠ নতুন জামাইকে বিদায় করলেন কনের মা। ভাবছেন এমনটাও হতে পারে? সাধারণত মেয়েদের একটু বয়স বাড়লেই পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়েন। আর মায়েরা তো আর একটু নরম স্বভাবের হয়। তবে সম্প্রতি যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে। সেখানে অবশ্য দেখা যাচ্ছে অন্য চিত্র। ভিড়ে ভিড় বিয়ের মণ্ডপ। বিয়ে শুরুও হয়ে গিয়েছিল কিন্তু মাঝপথেই সব থামিয়ে মণ্ডপ ছাড়তে বলেন কনের মা। কী ঘটেছে?

বেঙ্গালুরুর একটি বিয়ের মণ্ডপের ঘটনা। বিয়ে শুরুও হয়ে গিয়েছিল। চারিদিকে আত্মীয়, নিমন্ত্রিততে ভর্তি। সেজেগুজে বেশ হাসিখুশিই দেখাচ্ছিল সবাইকে। আচমকাই আরতির থালা ছুড়ে ফেলে দেন নতুন বর। চেঁচামেচি করতে থাকে বরের বন্ধুরাও। এই ঘটনাতেই মেজাজ হারান কনের মা। অনেকেই বিয়ে ভেঙে যাবে বলে অনেক অন্যায় মেনে নেন। কিন্তু এই কনের মা অন্যায় দেখে চুপ থাকেননি। মদ খেয়ে অকথ্য ভাষায় চেঁচামেচি করা শুরু করে নতুন বর ও তাঁর বন্ধুরা। যা দেখে হাতজোড় করে সঙ্গে সঙ্গে মণ্ডপ ছেড়ে চলে যাওয়ার কথা বলেন কনের মা। সেই ভিডিয়োই আপাতত নেটপাড়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে বর পক্ষের অনেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কনের মা নিজের সিদ্ধান্তে অনড় পত্রপাঠ মণ্ডপ থেকে বিদায় করলেন নতুন জামাইকে।

Next Article