নয়াদিল্লি: মূল্যবৃদ্ধির বাজারে বাড়িতে একাধিক জন রোজগার করলে সংসার চালানো অনেকটাই সুবিধা হয়ে যায়। স্বামীকে সাহায্য করার জন্য কাজ করতে চাইতেন এক গৃহবধূ। চাকরির জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়ার চেষ্টাও করেছিলেন। কিন্তু বাড়ির বউ কাজ করুক, তা চান না শ্বশুর। তিনি বউমার চাকরি করার ঘোর বিরোধী। কিন্তু শ্বশুরের আপত্তি উড়িয়ে চাকরি পেতে মরিয়া ওই বধূ। তা করতে গিয়ে দিল্লির ২৬ বছরের মহিলার যা হালত হয়েছে সেই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, বাড়ির সামনে ওই মহিলাকে ইট দিয়ে মারছেন এক ব্যক্তি। এই ঘটনার জেরে ওই যুবতীর ইন্টারভিউ দিতে যাওয়া তো হইনি, উল্টে তাঁকে হাসপাতালে যেতে হয়েছে মাথায় সেলাই করতে। সেই ঘটনার ভিডিয়ো দেখে নিন্দায় সরব নেটিজেনরা।
জানা গিয়েছে, উত্তর-পূর্ব দিল্লির প্রেম নগর এলাকার একটি গলিতে বাড়ি বউমাকে ইট দিয়ে মারায় অভিযুক্ত ওই ব্যক্তির। আহত গৃহবধূর নাম কাজল। স্বামী প্রবীণ কুমারকে সাহায্য করার জন্য চাকরি করতে চাইতেন বলে কাজল জানিয়েছেন পুলিশকে। কিন্তু তাঁর শ্বশুরের আপত্তি ছিল তাঁর চাকরি করা নিয়ে। মঙ্গলবার চাকরির ইন্টারভিউ দিতে বাড়ি থেকে বের হচ্ছিলেন তিনি। তখনই ঘটে এই ঘটনা।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, ২৬ বছরের ওই যুবতী বাড়ি থেকে বের হলেন। তার পরই এক ব্যক্তি (মহিলার শ্বশুর) বাড়ি থেকে বের হলেন। সে সময় তাঁর হাত ছিল একটি ইট। পিছন থেকে নিজের বউমাকে ডাকলেন ওই ব্যক্তি। বউ দাঁড়াতেই ছুটে গেলেন তিনি। দু’হাতে ইট উঁচিয়ে ধরেই বউমার সঙ্গে কথা বলছিলেন। তার পর ইট দিয়ে ঠুকে দিলেন মাথা। ভিডিয়োয় দেখা গিয়েছে, এর পরই দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলেন ওই মহিলা। তাঁর শ্বশুরও ইট হাতে পিছন পিছন ছুটতে লাগলেন।
Delhi : प्रेम नगर में ससुर ने गली में सरेआम अपनी पुत्रवधू के सिर में कई बार एक इन्ट को मारा जिससे पुत्र वधू का सिर फटा।@DelhiPolice @dcprohinidelhi @dcpouter @LtGovDelhi pic.twitter.com/Iuul2WBzcn
— Chirag Gothi (@AajGothi) March 15, 2023
জানা গিয়েছে এই ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন ওই মহিলা। ইটের আঘাতে মাথায় গুরুতর চোট পেয়েছেন তিনি। তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল সঞ্জয় গান্ধী হাসপাতালে। সেখানে তাঁর মাথায় ১৭টি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর কাজলের বাবা তাঁর শ্বশুরের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।