Taj Mahal: তাজমহলে ঢুকে শাহজাহান-মুমতাজের কবরে গঙ্গাজল! গ্রেফতার দুই

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Aug 03, 2024 | 7:16 PM

Taj Mahal: প্রসঙ্গত, দিন কয়েক আগেই অখিল ভারত হিন্দু মহাসভার কর্মী বলে দাবি করা, কাসগঞ্জের এক মহিলাও গঙ্গাজল নিয়ে তাজমহলে হাজির হয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, তাজমহলে গঙ্গাজল ঢালার বিষয়ে তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন। কিন্তু, পুলিশ তাঁকে তাজমহলে ঢুকতে দেয়নি। কিন্তু এদিন, ওই দুই ব্যক্তি একেবারে সাধারণ পর্যটকদের মতোই টিকিট কেটে তাজমহলে প্রবেশ করেছিল বলে জানিয়েছে তাজগঞ্জ থানার পুলিশ।

Taj Mahal: তাজমহলে ঢুকে শাহজাহান-মুমতাজের কবরে গঙ্গাজল! গ্রেফতার দুই
তাজমহলে ঢুকে গঙ্গাজল ঢাললেন হিন্দু সংগঠনের সদস্যরা
Image Credit source: Twitter

Follow Us

আগ্রা: শ্রাবণ মাসে অনেক হিন্দুই ভগবান শিবের মাথায় গঙ্গাজল ঢালেন। দীর্ঘদিন ধরে চলে আসছে এই প্রথা। কিন্তু, এবার আগ্রার তাজমহলে ঢুকে শাহজাহান এবং মুমতাজ মহলের কবরে গঙ্গাজল ঢেলে বিতর্ক তৈরি করলেন দুই ব্যক্তি। যার জেরে তাদের গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশ। শনিবার (৩ জুলাই), এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ভিনেশ ও শ্যাম। তাঁরা, মথুরার বাসিন্দা। তাঁরা নিজদের অখিল ভারত হিন্দু মহাসভার সদস্য বলে দাবি করেছে। ঘটনার একটি তিন সেকেন্ডের ছোট্ট ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, অন্যান্য পর্যটকদের সঙ্গে মিশে, সাদা জামা এবং নীল প্যান্ট পরা এক ব্যক্তি, একটি বন্ধ থাকা সিঁড়িতে একটি প্লাস্টিকের বোতল থেকে জল ঢালছে। ওই সিঁড়িটি, তাজমহলের বেসমেন্টের বলে জানা গিয়েছে। সেখানেই শাহজাহান এবং মুমতাজ মহলের কবরদুটি রয়েছে।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই অখিল ভারত হিন্দু মহাসভার কর্মী বলে দাবি করা, কাসগঞ্জের এক মহিলাও গঙ্গাজল নিয়ে তাজমহলে হাজির হয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, তাজমহলে গঙ্গাজল ঢালার বিষয়ে তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন। কিন্তু, পুলিশ তাঁকে তাজমহলে ঢুকতে দেয়নি। কিন্তু এদিন, ওই দুই ব্যক্তি একেবারে সাধারণ পর্যটকদের মতোই টিকিট কেটে তাজমহলে প্রবেশ করেছিল বলে জানিয়েছে তাজগঞ্জ থানার পুলিশ। তাদের হাতে প্লাস্টিকের বোতলে জল ছিল। তাজমহলের ভিতরে জলের বোতল নিয়ে প্রবেশে কোনও বাধা নেই। তাই তাদেরও বাধা দেওয়া হয়নি। কিন্তু, পরে তারা ওই বোতল থেকে তাজমহল চত্বরে জল ছেটাতে শুরু করে। তাজমহলের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ। জল ছেটাতে শুরু করার পরই তারা ওই দুই ব্যক্তিকে আটক করে এবং পরে স্থানীয় পুলিশের হাতে তুলে দেয়।

অভিযুক্তদের অবশ্য দাবি, তারা কোনও অন্যায় করেননি। তাঁদের দাবি তাজমহল আসলে কোনও স্মৃতিস্তম্ভ নয়। সেটি আসলে একটি শিব মন্দির, নাম ‘তেজো মহালয়’। তাজ মহলকে শিব মন্দির হিসেবে বিবেচনা করেই তাঁরা সেখানে গঙ্গার জল নিবেদন করেছেন। তারা আরও দাবি করেছে, তাজমহলের ভিতর নাকি ওম লেখা স্টিকার ছিল। তাঁরা ওই স্টিকারের উপর গঙ্গাজল ঢেলেছেন। আগ্রা পুলিশের ডেপুটি কমিশনার, সুরজ রাই জানিয়েছেন, সিআইএসএফের লিখিত অভিযোগের ভিত্তিতে তাজগঞ্জ থানা ওই দুই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তাজমহল ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে। এমন একটি জায়গায় গঙ্গাজল ঢেলে উত্তেজনা সৃষ্টির চেষ্টার জন্য তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে।

ডানপন্থী সংগঠনগুলির অনেকেই দাবি করে, তাজমহল মমতাজ মহলের সমাধি নয়। এটি একটি প্রাচীন শিব মন্দির। সেই মন্দির ভেঙেই নাকি শাহজাহান, এই স্মৃতিসৌধটি তৈরি করিয়েছিলেন। যদিও এই দাবির সপক্ষে কোনও প্রমাণ এখনও পর্যন্ত নেই। এর আগেও অবশ্য, ডানপন্থী সংগঠনগুলির পক্ষ থেকে তাজমহলে পূজা বা আরতি করার চেষ্টা করা হয়েছে। এই বিতর্কের বিষয়ে স্থানীয় আদালতে মামলাও চলছে।

Next Article