Viral Video: একলাফে কাঁটাতারের বেড়া টপকে গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 27, 2022 | 7:26 PM

Viral Video of Leopard in Assam's Jorhat: চিতাবাঘের ভয়ে কাঁপছে অসমের জোড়হাট। গত ২৪ ঘণ্টায় বন দফতরের ৩ কর্তা-সহ গুরুতর জখম মোট ১৩ জন।

Viral Video: একলাফে কাঁটাতারের বেড়া টপকে গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ
গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ

Follow Us

গুয়াহাটি: চিতাবাঘের ভয়ে কাঁপছে অসমের জোড়হাট। গত ২৪ ঘণ্টায় একটি চিতাবাঘের আক্রমণে বন দফতরের ৩ কর্তা-সহ মোট ১৫ জন গুরুতর জখম হয়েছেন। বন দফতরের কর্তারা ছাড়া চিতাবাঘের হামলায় আহতদের মধ্যে রয়েছেন রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের আবাসিকরা। এক মহিলা ও শিশুও চিতাবাঘটির হামলার শিকার হয়েছেন বলে জানা গিয়েছে। অসমের জোড়হাট শহরের ঠিক বাইরে অবস্থিত রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। প্রায় ২০০ বিঘার উপর তৈরি ক্যাম্পাসটির চারপাশ জঙ্গলে ঘেরা। সেই জঙ্গল থেকেই রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের ক্যাম্পাসে ঢুকে পড়েছিল চিতাবাঘটি বলে অনুমান করা হচ্ছে।

চিতাবাঘটির হামলার কয়েকটি ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের ক্যাম্পাসেই ঘুরে বেড়াচ্ছ চিতাবাঘটি। আরেকটি ভিডিয়োতে চিতাবাঘটিকে কাঁটাতারের বেড়া টপকে একটি গাড়িতে হামলা চালাতে দেখা গিয়েছে।


চিতাবাঘের হামলাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। তবে, চিতাবাঘটিকে এখনও ধরা যায়নি। ঘুমপাড়ানি গুলি মেরে বাঘটিকে কাবু করার জন্য চেষ্টা চালানো হচ্ছে বন দফতর থেকে। চিতাবাঘটি আহত বলেই লোকালয়ে হামলা চালিয়েছে বলে অনুমান করা হচ্ছে। যতক্ষণ না চিতাবাঘটি ধরা পড়ছে, ততক্ষণ পর্যন্ত বাসিন্দাদের সতর্ক থাকার নর্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তাগদের বাড়ির ভিতরেই থাকার আহ্বান জানানো হয়েছে।

চিতাবাঘের হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। জোরহাটের পুলিশ সুপার মোহনলাল মীনা বলেছেন, “চিতাবাঘের আক্রমণে বন বিভাগের ৩ জন কর্মী এবং ১০ জন সাধারণ মানুষ – মোট ১৩ জন আহত হয়েছেন। চিতাবাঘ সাধারণত মানুষকে আক্রমণ করে না, এই চিতাবাঘটি অদ্ভুত আচরণ করছে।” বন বিভাগের কর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার।

Next Article