VIDEO: ৫০ লাখের মদ গুঁড়িয়ে দিচ্ছিল পুলিশ, খবর পেয়েই ভিড় স্থানীয় বাসিন্দাদের, তারপর…আঁতকে উঠল পুলিশ

Viral Video: আনুমানিক ৫০ লক্ষ টাকার মদ রাখা ছিল। পুলিশের পরিকল্পনা ছিল, বুলডোজার দিয়ে সমস্ত মদের বোতল গুড়িয়ে দেওয়া হবে। যেই মুহূর্তে মদের বোতল একটি পাটাতনে রাখা হয়, ওমনি ভিড় জমায় স্থানীয় মানুষ।

VIDEO: ৫০ লাখের মদ গুঁড়িয়ে দিচ্ছিল পুলিশ, খবর পেয়েই ভিড় স্থানীয় বাসিন্দাদের, তারপর...আঁতকে উঠল পুলিশ
মদ লুঠ।Image Credit source: X

|

Sep 11, 2024 | 9:44 AM

অমরাবতী: মৌচাকে মধুর পাশে যেমন ভনভন করে মৌমাছি, ঠিক তেমনই ছেঁকে ধরেছিল সবাই। সামনে যে সারি সারি মদের বোতল রাখা! ৫০ লক্ষ টাকার মদের বোতল গুড়িয়ে দিতে উদ্যত হয়েছিল পুলিশ, হঠাৎ শোরগোল। পুলিশ পিছনে তাকাতেই যা হয়ে গেল…স্তম্ভিত পুলিশও। নিমেষে হুড়োহুড়ি শুরু হয়ে গেল মদের বোতল চুরি করে পালানোর ধুম পড়ে গেল। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল মদ চুরির সেই ভিডিয়ো।

অন্ধ্র প্রদেশের গুন্টুর জেলায় বাজেয়াপ্ত করা মদ নষ্ট করছিল পুলিশ। আনুমানিক ৫০ লক্ষ টাকার মদ রাখা ছিল। পুলিশের পরিকল্পনা ছিল, বুলডোজার দিয়ে সমস্ত মদের বোতল গুড়িয়ে দেওয়া হবে। যেই মুহূর্তে মদের বোতল একটি পাটাতনে রাখা হয়, ওমনি ভিড় জমায় স্থানীয় মানুষ। চারিদিক থেকে ঘিরে ধরে সকলে।

এদিকে, পুলিশ এত মদ নষ্ট করে দিচ্ছে দেখেই ভিড় জমানো সাধারণ মানুষ সুযোগ বুঝে মদের বোতল তুলে নেয়। একজনের দেখাদেখি পরপর সবাই এক কাজ করে। নিমেষেই হুলুস্থুলু পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। এক সময়ে পুলিশ শক্তি প্রয়োগও করে মদ লুট আটকাতে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)