VIDEO: হাইওয়েতে উড়ছে ২০০-৫০০ নোট, টাকা কুড়নোর হুড়োহুড়িতে লেগে গেল লম্বা জ্যাম

Viral Video: একটি বাসে এক ব্যবসায়ীর কাছ থেকে দুই দুষ্কৃতী মিলে টাকা লুট করে। ব্যবসায়ীর দুটি ব্যাগেই টাকা ভর্তি ছিল। ছিনতাই করে পালানোর সময় দুষ্কৃতীদের হাত থেকে পড়ে যায় একটি ব্যাগ।

VIDEO: হাইওয়েতে উড়ছে ২০০-৫০০ নোট, টাকা কুড়নোর হুড়োহুড়িতে লেগে গেল লম্বা জ্যাম
মাঝ রাস্তায় টাকা কুড়াচ্ছে লোকজন।Image Credit source: X

|

May 17, 2025 | 10:06 AM

লখনউ: রাস্তায় উড়ছিল কাগজ। একজনের পায়ের সামনে এসে একটা কাগজ পড়তেই লাফিয়ে উঠলেন। আরে, এ তো ৫০০ টাকার নোট! ব্যস আর দেখে কে, ছুট লাগালেন টাকা কুড়োতে। ওই ব্যক্তির দেখাদেখি বাকিরাও ছুট লাগালেন টাকা কুড়োতে। এই নিয়েই যানজট পেকে গেল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। কিন্তু হঠাৎ রাস্তায় টাকা উড়লই বা কেন?

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কৌশাম্বী জেলায়। সেখানে একটি বাসে এক ব্যবসায়ীর কাছ থেকে দুই দুষ্কৃতী মিলে টাকা লুট করে। ব্যবসায়ীর দুটি ব্যাগেই টাকা ভর্তি ছিল। ছিনতাই করে পালানোর সময় দুষ্কৃতীদের হাত থেকে পড়ে যায় একটি ব্যাগ।

ওই ব্যাগ রাস্তায় পড়তেই সেখান থেকে টাকা উড়তে থাকে। হাইওয়েতে টাকা উড়ছে, এটা দেখতে পান পথচলতি মানুষ ও পাশের ধাবায় উপস্থিত লোকজন। দেখেই তারা ছুটে যান টাকা কুড়োতে। রাস্তায় যানজট বেধে যায় টাকা কুড়োনোর জেরে। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল সেই ভিডিয়ো।

জানা গিয়েছে, বারাণসী থেকে দিল্লি যাচ্ছিল একটি লাক্সারি বাস। সেই বাসেই ছিলেন গুজরাটের জিরে ব্যবসায়ী ভবেশ। বাস থেকে নামতেই দুষ্কৃতীরা তাঁকে নিশানা বানায়। সুযোগ পেয়েই তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বাইকে করে, কিন্তু পালানোর সময় একটি ব্যাগ পড়ে যায়।

ওই ব্যবসায়ীর কথা অনুযায়ী, তার ব্যাগে লক্ষাধিক টাকা ছিল। মাত্র ৪-৫ লাখ টাকাই তিনি উদ্ধার করতে পেরেছেন। বাকি টাকা লুট হয়ে গিয়েছে। রাস্তায় পড়ে যাওয়া টাকাও যে যার মতো লুট করে নিয়েছে। ওই ব্যবসায়ী পুলিশে অভিযোগ জানিয়েছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।