VIDEO: ক্লাসের মধ্যেই বসল আসর, ছাত্রদের কাপে মদ ঢালছেন শিক্ষক, বলছেন, ‘জল মিশিয়ে নিস…’
Viral Video: ওই শিক্ষকের নাম লাল নবীন প্রতাপ সিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, অভিযুক্ত ওই শিক্ষক কাপে মদ ঢালছেন এবং ছাত্রদের তা অফার করছেন।

ভোপাল: ক্লাস চলছে, শিক্ষক কাপে ঢালছেন মদ। তুলে দিচ্ছেন খুদে পড়ুয়াদের হাতে। আবার বললেন, জল মিশিয়ে খেতে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো। কোনও ভুয়ো ভিডিয়ো নয়, সত্যিই এক সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে উঠল এই অভিযোগ।
বিষয়টি জানাজানি হতেই সাসপেন্ড করা হয় ওই শিক্ষককে। ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশে। কাটনি জেলার একটি সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পড়ুয়াদের মদ্যপান করানোর।
জানা গিয়েছে, ওই শিক্ষকের নাম লাল নবীন প্রতাপ সিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, অভিযুক্ত ওই শিক্ষক কাপে মদ ঢালছেন এবং ছাত্রদের তা অফার করছেন। তাঁকে এক ছাত্রকে বলতেও শোনা যায় যে মদে যেন জল মিশিয়ে খায়।
अब मुझे पूरा यकीन हो गया कि मेरा देश बदल रहा है। मध्य प्रदेश के कटनी में शिक्षक लाल नवीन प्रताप सिंह ने बच्चों को शराब पिलाई। pic.twitter.com/aHeyITL3Th
— Manraj Meena (@ManrajM7) April 19, 2025
বিষয়টি জানাজানি হতেই কড়া পদক্ষেপ করেন জেলাশাসক দিলীপ কুমার যাদব। জেলা শিক্ষা আধিকারিক ওপি সিংকে অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলেন। এরপরই আচরণবিধি ভঙ্গ, শিক্ষকদের ভাবমূর্তি নষ্ট ও অপ্রাপ্তবয়স্কদের মদ খেতে উৎসাহিত করার অভিযোগে ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়। তার বিরুদ্ধে তদন্তও শুরু করা হয়েছে।
অন্যদিকে, সম্প্রতিই উত্তর প্রদেশের এক চিকিৎসকও এমন কাণ্ড ঘটান। সর্দি-কাশির চিকিৎসা করাতে আসা এক শিশুকে তিনি ধূমপান করান জোর করে।

