VIDEO: ‘প্রাইভেট সময় কাটাতে চাই’, প্রেমিকাকে ট্রলিব্যাগে ভরে গটগটিয়ে বয়েজ হস্টেলে ঢুকছিল যুবক, একটা ভুলেই ভেস্তে গেল প্ল্যান

Viral Video: সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, হস্টেলের নিরাপত্তারক্ষীরা একটি ট্রলিব্যাগ খুলছেন। ভিতরে বসে আছে এক যুবতী। ব্যাগ খুলতেই সে বেরিয়ে আসে।

VIDEO: প্রাইভেট সময় কাটাতে চাই, প্রেমিকাকে ট্রলিব্যাগে ভরে গটগটিয়ে বয়েজ হস্টেলে ঢুকছিল যুবক, একটা ভুলেই ভেস্তে গেল প্ল্যান
ট্রলিব্যাগের ভিতর থেকে বেরল প্রেমিকা।Image Credit source: X

|

Apr 12, 2025 | 5:41 PM

সোনিপত: চাইলেই সব হয়। প্রেমেও তাই সব সম্ভব! প্রেমিকাকে লুকিয়ে বাড়ি বা হস্টেলে আনতে অনেকেই নতুন নতুন বুদ্ধি-কেরামতি দেখায়। এবার এক যুবক এমন কাজ করল, যা দেখে বলতেই হয়, সত্যিই বুদ্ধির অভাব হয় না! বয়েজ হস্টেলে মেয়েদের ঢোকা নিষেধ। তাই প্রেমিকাকে লুকিয়ে আনতে, তাঁকে ট্রলিব্যাগের মধ্যে ভরে ফেলল যুবক।

ট্রলিব্যাগে মৃতদেহ নিয়ে যাওয়ার ঘটনা অনেকেই জানেন। তবে জীবন্ত প্রেমিকাকে ট্রলিব্যাগে ভরার ঘটনা হয়তো আগে শোনা যায়নি। প্রেমিকাকে নিয়ে একান্তে কিছুটা সময় কাটানোর ইচ্ছা। কিন্তু হস্টেলে তো মহিলাদের প্রবেশ নিষেধ। তাহলে উপায়? বাড়ি থেকে আনা বড় কালো ট্রলিব্যাগেই ভরে ফেলল প্রেমিকাকে। গটগটিয়ে ঢুকছিল হস্টেলে, তবে একটা ভুলেই ধরা পড়ে গেল যুবক।

ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপত জেলার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হস্টেলে। এক যুবক তাঁর প্রেমিকাকে নিয়ে লুকিয়ে হস্টেলে ঢুকতে গিয়েই ধরা পড়ে যায়। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, হস্টেলের নিরাপত্তারক্ষীরা একটি ট্রলিব্যাগ খুলছেন। ভিতরে বসে আছে এক যুবতী। ব্যাগ খুলতেই সে বেরিয়ে আসে।

কীভাবে ধরা পড়ে গেল যুবক?

ট্রলিব্যাগ দেখে আপাতদৃষ্টিতে বোঝার উপায় ছিল না যে ভিতরে কাউকে ভরে রাখা হয়েছে। ওই যুবক গটগটিয়ে ঢুকছিল হস্টেলে। সিড়ি দিয়ে তুলতে গিয়ে হঠাৎ ধাক্কা লাগে। তাতেই ব্যথায় কঁকিয়ে ওঠে যুবতী। নিরাপত্তারক্ষীদের কানে মেয়েলি কণ্ঠস্বর আসতেই তারা গড়বড় আন্দাজ করেন। জোর করে ট্রলিব্যাগ খোলান। আর তার ভিতর থেকেই যুবতী বেরিয়ে আসে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে, “ওই পড়ুয়া দুষ্টুমি করেছে। আমাদের কড়া নিরাপত্তা থাকায় ধরাও পড়ে গিয়েছে। এটা বড় বিষয় নয়।”