নয়া দিল্লি: হাইভোল্টেজ গুজরাট! সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে গুজরাট বিধানসভার ১৮২টি আসনে ভোটগণনা শুরু হয়েছে। আর গণনার শুরুতেই ঝড় তুলতে শুরু করেছে বিজেপি। আধ ঘণ্টার মধ্যেই গুজরাটে বিজেপির ঝুলিতে পড়ে গিয়েছে ১০০টির বেশি ভোট। কংগ্রেস কিছুটা টক্কর দেওয়ার চেষ্টা করলেও আম আদমি পার্টির ফল যথেষ্ট খারাপ। তবে এবারেই প্রথমবার গুজরাটে খাতা খুলল কেজরীবালের দল।
নির্বাচন কমিশন সূত্রে খবর, এদিন সকাল ৮টা থেকে গুজরাট বিধানসভার ভোট গণনা শুরু হয়। কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা শুরু হয়েছে। আর শুরু থেকেই ঝড় তুলতে শুরু করেছে বিজেপি। সকাল সাড়ে ৮টার মধ্যে বিজেপি একেবারে সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে। অন্যদিকে, কংগ্রেসের ঝুলিতে পড়েছে ৩৩টি আসন। আর আপ পেয়েছে মাত্র ৩টি আসন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাট। স্বাভাবিকভাবেই, এই রাজ্য কার দখলে যাবে, সেদিকে নজর গোটা দেশের। যদিও বিগত ২৭ বছর ধরে গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি। সপ্তম দফাতেও বিজেপি মসনদ ধরে রাখতে পারবে নাকি তাদের চ্যালেঞ্জ ছুড়ে দেবে আপ ও কংগ্রেস, তা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও গত ১ ও ৫ ডিসেম্বর-দুই দফায় গুজরাটে ভোটগ্রহণের পরই প্রতিটি বুথ ফেরৎ সমীক্ষায় গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলেছে। কংগ্রেস কিছুটা টক্কর দিলেও আম আদমি পার্টির ফল খুবই খারাপ বলে বুথ ফেরৎ সমীক্ষার রিপোর্টে উঠে আসে। যদিও দিল্লি পুর নিগমের ভোটের মতো গুজরাটেও বিস্ময়কর ফল হবে বলে দাবি জানিয়েছিলেন আপ নেতা তথা পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। কিন্তু, প্রথম আধ ঘণ্টার গণনায় সেই নজির দেখা যায়নি।
গুজরাটে গত ১ ডিসেম্বর, প্রথম দফায় ভোট পড়েছে ৬৩.৩১ শতাংশ। আর ৫ ডিসেম্বর দ্বিতীয় দফায় ৬৫.৩০ শতাংশ ভোট পড়েছে। দুই দফা মিলিয়ে গুজরাটে মোট ৬৪.৩৩ শতাংশ ভোট পড়েছে। শান্তিপূর্ণভাবে ভোট গণনার জন্য রাজ্যের মোট ৩৩টি জেলায় ৩৭টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে।