Hizbul Terrorist Arrest: দিল্লিতে গ্রেফতার হিজবুল মুজাহিদিনের ওয়ান্টেড জঙ্গি

দিল্লি পুলিশের বিশেষ সেল জানিয়েছে, জাভেদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। সেই অভিযানেই দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে জাভেদ।

Hizbul Terrorist Arrest: দিল্লিতে গ্রেফতার হিজবুল মুজাহিদিনের ওয়ান্টেড জঙ্গি
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla

Jan 04, 2024 | 6:16 PM

নয়াদিল্লি: হিজবুল মুজাহিদিনের এক জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিশের বিশেষ সেল। বৃহস্পতিবার দিল্লি থেকেই গ্রেফতার করা হয়েছে ওয়ান্টেড ওই জঙ্গিকে। হিজবুলের ওই জঙ্গির নাম জাভেদ আহমেদ মাট্টু। তার খোঁজ পেতে ৫ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা আগেই করেছিল পুলিশ। নতুন বছরের শুরুতেই পুলিশের জালে জড়ালো এই কুখ্যাত জঙ্গি।

দিল্লি পুলিশের বিশেষ সেল জানিয়েছে, জাভেদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। সেই অভিযানেই দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে জাভেদ।

জাভেদের বাড়ি জম্মু ও কাশ্মীরের সাপোরে। জম্মু ও কাশ্মীরের একাধিক নাশকতামূলক কাজের সঙ্গে জাভেদ জড়িত ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এমনকি পাকিস্তানেও যাতায়াত ছিল জাভেদের। অনেক দিন ধরেই তাঁর খোঁজ চালানো হচ্ছিল। অবশেষে সে গ্রেফতার হল।

তবে এ বছর স্বাধীনতা দিবসে এক বিরল দৃশ্য দেখা গিয়েছিল জাভেদের জম্মু ও কাশ্মীরের বাড়িতে। জাভেদের ভাই রইস মাট্টু তাঁদের বাড়িতে স্বাধীনতা দিসবে তেরঙ্গা পতাকা উড়িয়েছিলেন। জাভেদের ভাইয়ের তেরঙ্গা পতাকার উড়ানোর সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।