নয়াদিল্লি: বিখ্যাত বলিউড ছবি ‘ভুলভুলাইয়া’র চরিত্র ‘মঞ্জুলিকা’কে মনে আছে। ওই ছবিতে মঞ্জুলিকার চরিত্রে বিদ্যা বালানের অভিনয় নজর কেড়েছিল। সম্প্রতি সেই মঞ্জুলিকা দেখা গেল মেট্রোর মধ্যে। সিনেমার মতো মেট্রোর মধ্যে বিভিন্ন অঙ্গিভঙ্গি করলেন মঞ্জুলিকা। তাঁর আচরণে ভয় পাওয়ালো মেট্রো যাত্রীদের একাংশকে। তাঁকে দেখে মেট্রোর আসন ছেড়ে উঠে পালিয়ে যাচ্ছেন কেউ কেউ। কেউ কেউ আবার সরে পালাচ্ছেন। বাচ্চারা চোখ বুজে আছে। এ সমস্ত দৃশ্য ধরা পড়েছে ভিডিয়োয়। সেই ঘটনার ভিডিয়ো এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ইতিমধ্যেই ভাইরাল। সেই ভিডিয়ো দেখে নেটিজেনদের মধ্যে ভেসে উঠছে ভুলভুলাইয়া ছবির বিভিন্ন দৃশ্য। কেউ আবার হেসে লুটোপুটিও খাচ্ছেন।
শনিবার এক যুবতী সেজেছিলেন মঞ্জুলিকার মতো। সেই সাজেই তিনি উঠেছিলেন দিল্লি মেট্রোয়। হলুদ রঙের শাড়ি পরেছিলেন তিনি। মেক আপও করেছিলেন। সেই অবস্থাতেই উঠেছিলেন দিল্লি মেট্রোর নয়ডা লাইনে। সেখানে উঠে বিভিন্ন অঙ্গি ভঙ্গি করছিলেন। যা দেখে ভয়ও পেয়েছেন কেউ কেউ। জানা গিয়েছে, মঞ্জুলিকা সেজে মেট্রোয় চড়া ওই যুবতীর নাম প্রিয়া গুপ্তা। মঞ্জুলিকার সাজে মেট্রোর মধ্যে ‘আমি যে তোমার’ গানে নেচেওছেন। চিৎকার করে তাঁকে বলতে শোনা গিয়েছে “আমি মঞ্জুলিকা।”
এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ কেউ আবার পুলিশি ব্যবস্থার দাবি তুলেছেন। এর পর পুলিশ ওই যুবতীর খোঁজ করছে বলে জানা গিয়েছে। তবে অধিকাংশ নেটিজেন মনে করেছেন মঞ্জুলিকার মেট্রো সফর ‘ক্ষতিহীন আনন্দ’।