Railway Water Bottle : ১০ টাকার বোতল ১৫ টাকায় বিক্রি! ভিডিয়ো দেখেই তড়িঘড়ি ব্যবস্থা নিল রেল

Railway Water Bottle : ট্রেনের মধ্যে এক বিক্রেতার কাছ থেকে জল কিনতে গিয়ে জানতে পারেন, বোতল প্রতি দাম নেওয়া হচ্ছে ১৫ টাকা, যা আসল দামের থেকে ৫ টাকা বেশি।

Railway Water Bottle : ১০ টাকার বোতল ১৫ টাকায় বিক্রি! ভিডিয়ো দেখেই তড়িঘড়ি ব্যবস্থা নিল রেল

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 17, 2022 | 2:01 PM

নয়া দিল্লি : বলিউডের এক জনপ্রিয় ছবির দৃশ্যে দেখা গিয়েছিল রেলের প্লাটফর্মে জলের বোতলের দাম বেশি হওয়ায় বিক্রেতার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন ছবির নায়িকা। বাস্তবে এমন অভিজ্ঞতা প্রায় প্রত্যেকেরই আছে। বিনা প্রতিবাদে অনেকেই অপেক্ষাকৃত বেশি দামে জিনিসপত্র কিনে থাকেন রেলের প্লাটফর্মে বা ট্রেনের মধ্যে। ভিডিয়ো টুইট করে এবার এমনই অভিযোগ সামনে আনলেন এক যাত্রী। আর সেই অভিযোগের কথা জেনেই তৎপর হল রেল। তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে রেলের তরফে।

অম্বালা শাখার ট্রেনে এমন ঘটনা ঘটেছে। শিব ভাট নামে এক ব্যক্তি লখনউ এসএফ এক্সপ্রেসে চণ্ডীগড় থেকে শাহজাহানপুরের দিকে যাচ্ছিলেন। ট্রেনের মধ্যে এক বিক্রেতার কাছ থেকে জল কিনতে গিয়ে জানতে পারেন, বোতল প্রতি দাম নেওয়া হচ্ছে ১৫ টাকা, যা আসল দামের থেকে ৫ টাকা বেশি। তিনি প্রতিবাদ করায় বিক্রেতা জানান, ট্রেনটিতে কোনও প্যান্ট্রি নেই তাই যে কেউ এভাবে উঠে জল বিক্রি করতে পারে।

সেই বাদানুবাদের ভিডিয়ো টুইটে পোস্ট করেছেন ওই ব্যক্তি। ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, রেলমন্ত্রী কখনই উপযুক্ত ব্যবস্থা নেয় না, সে কারণেই এই বাড়বাড়ন্ত। ওই টুইটে তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, নর্দান রেলওয়েকে ট্যাগ করেন।

এই ঘটনার পরই নর্দার্ন রেলের তরফ থেকে জবাব দেওয়া হয়েছে। আরসিটিসিকে বিষয়টি দেখতে বলা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। অম্বালার ডিভিশনাল ম্যানেজার টুইটে উত্তর দিয়েছেন। তিনি জানিয়েছেন, এভাবে অতিরিক্ত দাম নেওয়ার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলছেন তিনি।