New Parliament: ঝাঁ চকচকে সংসদের ছাদ থেকে টুপটুপ করে পড়ছে জল! বাইরে বেরলেও ডুববে গোড়ালি, নতুন সংসদের এ কী হাল

Water Logging:  গত বছরের বিশেষ অধিবেশনেই নয়া সংসদ ভবনে পা রেখেছিলেন সাংসদরা।  বছর ঘুরতে না ঘুরতেই সেই সংসদ ভবনের ছাদ ফুটো। ভিভিআইপি অলিন্দে ছাদ চুঁইয়ে জল পড়ছে। রাষ্ট্রপতি যে করিডর দিয়ে সংসদে আসেন, সেই করিডরে ছাদ থেকেও জল পড়ছে। 

New Parliament: ঝাঁ চকচকে সংসদের ছাদ থেকে টুপটুপ করে পড়ছে জল! বাইরে বেরলেও ডুববে গোড়ালি, নতুন সংসদের এ কী হাল
সংসদের ছাদ থেকে পড়ছে জল। বাইরেও জমা জল।Image Credit source: X

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 01, 2024 | 1:51 PM

নয়া দিল্লি: ২ বছরও কাটেনি নতুন সংসদ ভবন তৈরি হয়েছে। এর মধ্যেই ছাদ ফুটো! দিল্লিতে ভারী বৃষ্টি নামতেই জলে ডুবল নতুন সংসদ ভবন। রাষ্ট্রপতি যে পথ ধরে সংসদ ভবনে আসেন, সেখানে জল জমেছে। সংসদ ভবনের ভিতরেও একাধিক জায়গায় ছাদ থেকে জল চুঁইয়ে পড়ছে। বালতি পেতে রাখা হয়েছে জল ধরতে। কংগ্রেসের তরফে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এরপরই উঠেছে সমালোচনার ঝড়।

গত বছরের বিশেষ অধিবেশনেই নয়া সংসদ ভবনে পা রেখেছিলেন সাংসদরা।  বছর ঘুরতে না ঘুরতেই সেই সংসদ ভবনের ছাদ ফুটো। ভিভিআইপি অলিন্দে ছাদ চুঁইয়ে জল পড়ছে। রাষ্ট্রপতি যে করিডর দিয়ে সংসদে আসেন, সেই করিডরে ছাদ থেকেও জল পড়ছে।

কংগ্রেসের তরফে এই ভিডিয়ো শেয়ার করেই প্রশ্ন তোলা হয়েছে যে দেশের করদাতাদের অর্থ থেকে ৯৭১ কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি করা হয়েছে, এক বছর কাটতে না কাটতেই সেই সংসদ ভবনের ছাদ থেকে জল পড়ছে, সংসদ চত্বরে জল জমছে। করদাতাদের টাকা জলে গিয়েছে বলেই অভিযোগ তোলা হয়েছে।

সংসদ ভবনের সামগ্রিক পরিকাঠামো নিয়ে দ্রুত পর্যালোচনার দাবি জানিয়ে আজ সংসদে একাধিক মুলতবি প্রস্তাব জমা দেন  কংগ্রেস সাংসদরা।