
নয়া দিল্লি: বর্ষার (Monsoon) ‘পিক আওয়ার’ চলছে। সকাল থেকে রাত অবধি অঝোরে নেমে চলেছে বৃষ্টির ধারা। আগামী পাঁচদিনও উত্তর ও উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বাকি রাজ্যের মতো ভারী বৃষ্টিতে ভাসছে রাজধানী দিল্লিও (Delhi)। আর বৃষ্টি নামতেই ফুটে উঠেছে রাজধানীর বেহাল নিকাশি দশা। একাধিক জায়গাই জলমগ্ন হয়ে পড়ল। জমা জলের কারণে ব্যাপক সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। তাই নিয়েই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের (Arvind Kejriwal) কাছে ক্ষোভও উগরে দিলেন অনেকে।
দিল্লির সফদরজং আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শনিবার সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ১১টা অবধি ২১.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দিনভরই জারি ছিল এই বৃষ্টিপাত। এদিকে, একটানা বৃষ্টির জেরে দিল্লির একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ব্যাপক সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বিভিন্ন আন্ডারপাসে গাড়ি-বাইক আটকে যাওয়ারও খবর মেলে।
That’s #DelhiRains it’s ironic we hire Consultants spend crores preparing plans but fail at basic management during rains. Time to get back to civic basics and set them right. #DelhiRain pic.twitter.com/MrIVBIm3pn
— Sumedha Sharma (@sumedhasharma86) July 8, 2023
অন্যদিকে, বৃষ্টির জেরে কমপক্ষে ১৫টি বাড়ির দেওয়াল ধসে যাওয়া ও আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে। আহত হয়েছেন কয়েকজন। তবে হতাহতের কোনও খবর নেই। দিল্লি পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের তরফে জানানো হয়, শনিবার সকাল থেকে ১৫টি জায়গায় জমা জল নিয়ে অভিযোগ এসেছে। তার দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা হচ্ছে।
दिल्ली के व्यापारी @ArvindKejriwal और @AamAadmiParty को दिल्ली को venice बनाने के लिए सुभकामनाएं देते हुए ?
“जुलेना गांव में भी बारिश के कारण पूरा पानी भरा हुआ है,वॉर्ड 174 श्री निवास पुरी का हाल”#DelhiRains #दिल्लीवाले #ArvindKejriwal fails delhi. pic.twitter.com/LRxwD1UBaK
— Vandana Gupta ?? (@im_vandy) July 8, 2023
যদিও দিল্লিবাসীরা টুইটারে যে ছবি তুলে ধরেছেন, তাতে ১৫টি নয়, তার অনেক বেশি জায়গায় বৃষ্টির জল জমে থাকতে দেখা গিয়েছে। টুইটে সাধারণ মানুষ সঠিক নিকাশি ব্যবস্থা না থাকার জন্য প্রশাসনকেই দোষারোপ করেছেন। অনেকে আবার সরাসরি দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরীবালকে ট্যাগ করেই অব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে আবার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে ধন্যবাদ জানিয়েছেন দিল্লিকে ভেনিসে পরিণত করার জন্য।