Supreme Court: ২৬ হাজারের চাকরি বাতিল নিয়ে বড় আপডেট, শেষমেশ ‘রিভিউ পিটিশনে’ গেল রাজ্য সরকার

Supreme court on SSC Scam: উল্লেখ্য, এর আগে এসএসসি (SSC) নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক, এই মর্মে আবেদেন করেছিল পর্ষদ।

Supreme Court: ২৬ হাজারের চাকরি বাতিল নিয়ে বড় আপডেট, শেষমেশ রিভিউ পিটিশনে গেল রাজ্য সরকার
সুপ্রিম কোর্টে গেল রাজ্যImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 04, 2025 | 3:55 PM

কলকাতা: ‘আমরা রিভিউ পিটিশনে যাব…’ এ কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এবার ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। শুধু রাজ্য নয় SSC-ও আর্জি জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে এসএসসি (SSC) নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক, এই মর্মে আবেদেন করেছিল পর্ষদ। এরপর পর্ষদের দাবি ছিল, একসঙ্গে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি চলে গেলে অসুবিধায় পড়তে পারে রাজ্য়ের স্কুলগুলি। এই মর্মে শীর্ষ আদালতে গিয়েছিল পর্ষদ। সেই মামলায় স্বস্তি পেয়েছিল রাজ্য। প্রধান বিচারপতি নির্দেশ দেন, নতুন করে নিয়েগো প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই ন’মাস আপাতত কাজ চালিয়ে যাবেন শিক্ষক-শিক্ষিকারা। তবে গ্রুপ-সি ও গ্রুপ ডি-র পরীক্ষায় দুর্নীতির অভিযোগ বেশি থাকার কারণে শিক্ষাকর্মীদের আপাতত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়নি কোর্ট। এই সকল কর্মীরা একেবারে নতুন নিয়োগ প্রক্রিয়াতেই বসবেন বলে জানায় আদালত। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সকল শিক্ষাকর্মীদের বার্তা দিয়েছিলেন মাসে-মাসে ভাতা দেওয়ার। তবে সেই ভাতার অঙ্ক বাড়ানোর আবেদন করেছিলেন অশিক্ষক কর্মীরা।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২২ এপ্রিল প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি বাতিলের রায় দেয় কলকাতা হাইকোর্ট। সংশ্লিষ্ট রায়ে পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেওয়া হয়। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে ‘সুপ্রিম দুয়ারে’ যায় রাজ্য। মানবিক কারণে ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি বাদে বাকি হাইকোর্টের রায়কেই মান্যতা সুপ্রিম কোর্ট। আদালতে নির্দেশ ছিল, নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর সেই প্রক্রিয়ায় যোগ্যতা প্রমাণ করে ফিরতে হবে চাকরিহারাদের। এই আবহের মধ্যেই এবার গোটা রায়কে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের সুপ্রিম কোর্টে গেল রাজ্য।