WCRCINT-র মঞ্চে দু-দুটি পুরস্কার জয় TV9 নেটওয়ার্কের, সম্মানিত CEO বরুণ দাস, সেরা নিউজ ব্র্যান্ড TV9 Plus

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Apr 21, 2023 | 1:34 PM

WCRCINT India's Transformational Brands & Leaders 2023: ভারতের শীর্ষস্থানীয় ব্র্যান্ড এবং নেতারা, ষারা দেশে উল্লেখযোগ্য পরিবর্তন আনছেন তাঁদের সম্মানিত করে WCRCINT ভারতের ট্রান্সফরমেশনাল ব্র্যান্ডস অ্যান্ড লিডারস ২০২৩ পুরস্কার। এই মঞ্চেই সম্মানিত TV9 নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও বরুণ দাস।

WCRCINT-র মঞ্চে দু-দুটি পুরস্কার জয় TV9 নেটওয়ার্কের, সম্মানিত CEO বরুণ দাস, সেরা নিউজ ব্র্যান্ড TV9 Plus
ভারতের ট্রান্সফর্মেশনাল লিডার ২০২৩ পুরস্কারে ভূষিত বরুণ দাস

Follow Us

নয়া দিল্লি: বর্তমানে ভারতের বৃহত্তম নিউজ নেটওয়ার্ক হল, TV9 নেটওয়ার্ক। ভারতের অনেক কিংবদন্তি নিউজ নেটওয়ার্ককে পিছনে ফেলে মিডিয়া শিল্পকে রূপান্তরিত করে চলেছে। আর এর জোরেই ওয়ার্ল্ড কনসাল্টিং অ্যান্ড রিসার্চ কর্পোরেশন ইন্টারন্যাশনাল (WCRCINT) থেকে দু-দুটি মর্যাদাপূর্ণ পুরষ্কার জিতে নিয়েছে TV9 নেটওয়ার্ক। ট্রান্সফর্মেশনাল লিডার ২০২৩ পুরস্কারে ভূষিত করা হয়েছে TV9 নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও বরুণ দাসকে । আর WCRCINT-এর বিচারে, TV9 নেটওয়ার্কের চালু করা বিশ্বের প্রথম নিউজ ওটিটি প্ল্যাটফর্ম, News9 Plus ভারতের ট্রান্সফরমেশনাল ব্র্যান্ড ২০২৩-এর স্বীকৃতি পেয়েছে। ১৮ এপ্রিল নয়া দিল্লির ইরোস হোটেলে এই পুরস্কার দেওয়া হয়। এই সম্মান, TV9 নেটওয়ার্কের অসাধারণ রূপান্তরমূলক যাত্রাকে আরও শক্তিশালী করেছে।

ভারতের সেরা ব্র্যান্ড এবং নেতাদের সম্মান জানায়, WCRCINT ইন্ডিয়াজ ট্রান্সফরমেশনাল ব্র্যান্ডস অ্যান্ড লিডারস ২০২৩ পুরস্কার। পুরস্কারটি এমন ব্যক্তি এবং ব্র্যান্ডদের স্বীকৃতি দেয় যারা তাদের নিজ নিজ শিল্পক্ষেত্রকে রূপান্তরিত করতে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি, এবং প্রতিশ্রুতি দেখিয়েছে। TV9 নেটওয়ার্কের এমডি তথা সিইও বরুণ দাস মিডিয়া শিল্পে তাঁর অনুকরণীয় নেতৃত্ব এবং অবদানের জন্য স্বীকৃত। তাঁর দূরদর্শী নেতৃত্বের জোরে প্রতিদিনই আরও শক্তিশালী হয়ে উঠেছে TV9 নেটওয়ার্ক। ভারতে এবং তার বাইরেও লক্ষ লক্ষ দর্শকদের কাছে খবর পৌঁছে দিয়েছে। ভারতের ট্রান্সফরমেশনাল লিডার ২০২৩ হিসাবে বরুণ দাসকে বেছে নেওয়ার বিষয়ে WCRC-এর প্রধান সম্পাদক অভিমন্যু গোশ বলেছেন, “ভারতীয় মিডিয়া শিল্পে তিনি (বরুণ দাস) একজন কিংবদন্তি। দীর্ঘ কর্মজীবনে তিনি অনেক মিডিয়া নেটওয়ার্ককে বদলে দিয়েছেন। পুরো ইন্ডাস্ট্রির সবথেকে বিশ্বস্ত নামগুলির মধ্যে একটি হল বরুণ দাস। আমাদের গবেষণা অনুযায়ী তিনি দেশের সর্বকালের অন্যতম অবিশ্বাস্য মিডিয়া ব্যক্তিত্ব।”

অন্যদিকে, এই সম্মান প্রাপ্তি সম্পর্কে বরুণ দাস বলেছেন, “WCRCINT থেকে ইন্ডিয়াস ট্রান্সফরমেশনাল লিডার ২০২৩ পুরস্কার পেয়ে আমি সম্মানিত। TV9 নেটওয়ার্কের মতো একটি বড় জাহাজ যখন উচ্চ গতিতে চলে, তখন তার প্রতিটি নাটবল্টুর ভূমিকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। তাই, এই স্বীকৃতি TV9 নেটওয়ার্কের প্রতিটি কর্মীর সম্মিলিত প্রচেষ্টার ফলে আমাদের অসামান্য বৃদ্ধির একটি প্রমাণ। ২০২৩ সালের রূপান্তরমূলক সংবাদ ব্র্যান্ড হিসাবে News9 Plus যথাযথ স্বীকৃতি পাওয়ায় আমি খুশি।” News9 Plus হল TV9 নেটওয়ার্কের চালু করা বিশ্বের প্রথম নিউজ ওটিটি প্ল্যাটফর্ম। এই ওটিটি প্ল্যাটফর্ম সংবাদ প্রতিবেদন এবং সংবাদ তথ্যচিত্রের একটি চমৎকার সংগ্রহ রয়েছে। এই পুরস্কার প্রাপ্তির আগেই অবশ্য নিউজ ইন্ডাস্ট্রিতে News9 Plus দারুণ প্রশংসা পেয়েছে।

অভিনেতা তথা প্রযোজক অনুপম খের বলেছেন, “সংবাদ সম্প্রচার এখন একটি দ্রুত রূপান্তরের সাক্ষী। News9 Plus একটি উদ্ভাবনী প্ল্যাটফর্ম যা দর্শকদের আন্তর্জাতিক মান বজায় রেখে সংক্ষিপ্ত এবং চটকদার সংবাদ পরিবেশন করে।” MakeMyTrip.com-এর প্রতিষ্ঠাতা দীপ কালরা বলেছেন, “TV9 নেটওয়ার্ক একটি খুব উত্তেজনাপূর্ণ অংশ বেছে নিয়েছে। নিঃসন্দেহে এটি দারণ সাফল্য পাবে। News9 Plus-এর জন্য আমার শুভেচ্ছা রইল। আমার মতে, এটি একটি দুর্দান্ত অ্যাপ। আমি মনে করি এই অ্যাপ একটি গেম চেঞ্জার হতে চলেছে।” চলচ্চিত্র পরিচালক তথা চিত্রনাট্যকার তথা প্রযোজক আর বাল্কি বলেছেন, “News9 Plus হল বিশ্বের প্রথম খবরের OTT প্ল্যাটফর্ম। সমৃদ্ধ বিষয়ের ৩৬০-ডিগ্রি ট্রিটমেন্ট এবং তাদের গল্প বলার ধরন, এটিকে অনন্য করে তুলেছে। এখানকার আখ্যানগুলির দীর্ঘ শেলফ-লাইফ রয়েছে, দর্শকরা যখনই ফিরে এসে কনটেন্টগুলি দেখেন, তখনও সেগুলি প্রাসঙ্গিক থাকে। আমি তাদের গল্প বলার ধরন পছন্দ করি।”

Next Article