Weather Forecast: আকাশে বৃষ্টির ভ্রুকুটি? IPL ফাইনাল শুরুর প্রাক্কালে বৃষ্টি নিয়ে বড় পূর্বাভাস মৌসম ভবনের

Weather Forecast: আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ দিল্লি ও সংলগ্ন অঞ্চলে। সঙ্গে ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও পূর্বাভাস আবহাওয়া দফতরের।

Weather Forecast: আকাশে বৃষ্টির ভ্রুকুটি? IPL ফাইনাল শুরুর প্রাক্কালে বৃষ্টি নিয়ে বড় পূর্বাভাস মৌসম ভবনের
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ফাইনাল শুরুর আগে আবহাওয়ার পূর্বাভাস।

| Edited By: Sukla Bhattacharjee

May 29, 2023 | 4:42 PM

আহমেদাবাদ: IPL ফাইনাল ম্যাচ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। বৃষ্টির জেরে রবিবার IPL ফাইনাল ম্যাচ ভণ্ডুল হয়ে যায়। আজ, সোমবার কী হবে! এমনই প্রমাদ গুনছেন চেন্নাই সুপার কিংস (CSK) ও গুজরাট টাইটানস (GT)-এর খেলোয়াড়, ম্যাচ আয়োজক থেকে ক্রিকেট প্রেমীরা। সকলেরই নজর আকাশের দিকে। যদিও এদিন সকাল থেকে বরুণদেব সহায় হয়েছেন। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ আহমেদাবাদ সহ সমগ্র গুজরাটে। এর মধ্যে কিছুটা স্বস্তির বার্তা শোনাল মৌসম ভবন। পশ্চিমী ঝঞ্ঝার মেঘ আহমেদাবাদ সহ গুজরাটের আকাশ থেকে অনেকটাই সরে গিয়েছে। আজ আর বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। তবে গুজরাটের উপর থেকে পশ্চিমী ঝঞ্ঝা সরতে শুরু করলেও এখনই রেহাই নেই রাজস্থান, হরিয়ানা সহ দিল্লি ও সংলগ্ন NCR অঞ্চলে।

মৌসম ভবন সূত্রে খবর, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ দিল্লি ও সংলগ্ন অঞ্চলে। হরিয়ানার রিওয়ারি, বাওয়াল, উত্তর প্রদেশের মিরাট, মোতিনগর এবং রাজস্থানের ভিওয়ারিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও পূর্বাভাস আবহাওয়া দফতরের। অন্যদিকে, দিল্লি ও সংলগ্ন এনসিআর অঞ্চল গাজিয়াবাদ, ইন্দিরাপুপরম, নয়ডা, গুরুগ্রাম, মানেসর সহ হরিয়ানার কুর্নুল, উত্তর প্রদেশের আলিগড়, ফিরোজাবাদ, আগ্রা, হাথরাস সহ বিস্তীর্ণ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সঙ্গে ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও পূর্বাভাস মৌসম ভবনের।

অন্যদিকে, আহমেদাবাদ সহ গুজরাটে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। যদিও গত কয়েকদিনের বৃষ্টিতে রাজস্থানের পাশাপাশি গুজরাটের বিস্তীর্ণ এলাকায় জল জমে গিয়েছে। রাস্তাগুলিতে হাঁটু জল দাঁড়িয়ে রয়েছে। পরিস্থিতি এমন যে, রাস্তায় দাঁড়িয়ে থাকা মোটরবাইকগুলি প্রায় জলে ডুবে যাওয়ার অবস্থা হয়েছে। তবে আশার কথা, স্থগিত হয়ে যাওয়া আইপিএল ফাইনাল ম্যাচটি এদিন হতে পারে বলে আশা করা হচ্ছে।