পুনেতে শনি-রবিবার জারি থাকছে লকডাউন

arunava roy |

Jun 19, 2021 | 8:12 PM

অন্যান্য দিনের পাশাপাশি শনি ও রবিবার লকডাউন জারি থাকলেই আগামী দিনে কমতে পারে মারণ ভাইরাসের (Coronavirus) সংক্রমণ।

পুনেতে শনি-রবিবার জারি থাকছে লকডাউন
পুনে

Follow Us

পুনে: দেশে চোখ রাঙাচ্ছে করোনা। সম্প্রতি করোনার গ্রাফ সামান্য নামলেও এখনই চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না। সংক্রমণ রুখতে একাধিক জায়গায় বেড়েছে লকডাউনের (Lockdown) মেয়াদ। লকডাউনের সুফলও মিলেছে। কোনও কোনও রাজ্য লকডাউনের মেয়াদ বাড়ার ফলে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পুনেতে (Pune) করোনার সংক্রমণ কমেনি তাই সপ্তাহান্তে জারি হল লকডাউন। জেলার একাধিক জায়গায় জারি থাকছে বিধিনিষেধ। এর আগে ১৪ জুন থেকে কিছুটা শিথিল হয়েছিল লকডাউন।

করোনা চোখ রাঙাচ্ছে পুনেতেও। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মনে করা হচ্ছে, অন্যান্য দিনের পাশাপাশি শনি ও রবিবার লকডাউন জারি থাকলেই আগামী দিনে কমতে পারে মারণ ভাইরাসের সংক্রমণ।

জরুরি পরিষেবায় ছাড় থাকলেও লকডাউনে কড়াকড়ি থাকছে। সাধারণ মানুষকেও সতর্ক হতে বলা হয়েছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। খুচরো জিনিসের দোকান, শপিং মল, পার্লার, রেস্টুরেন্ট, বার বন্ধ থাকবে। রাত্রি ১০টার পরে একসঙ্গে ৫ জনের বেশি বাইরে থাকা যাবে না। নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপ করা হতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: পাবজি লাইভে অশালীন মন্তব্য করে গ্রেফতার দম্পতি

Next Article