Mamata Banerjee’s Reaction on Repealing Farm Laws: ‘এই জয় আপনাদের’, টুইটে আন্দোলনকারী কৃষকদের শুভেচ্ছাবার্তা মমতার

Mamata Banerjee Congratulate Farmers: প্রধানমন্ত্রীর ঘোষণার কিছুক্ষণের মধ্যেই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটবার্তায় তিনি লেখেন, "প্রত্যেক আন্দোলনকারী কৃষককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যারা কৃষি আইনের বিরুদ্ধে নিরন্তরভাবে লড়াই চালিয়েছেন।"

Mamata Banerjee's Reaction on Repealing Farm Laws: 'এই জয় আপনাদের', টুইটে আন্দোলনকারী কৃষকদের শুভেচ্ছাবার্তা মমতার
কৃষকদের আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2021 | 4:54 PM

নয়া দিল্লি: কৃষি আইন প্রত্যাহারের (Farm Laws Repeal) সিদ্ধান্তকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। টুইটবার্তায় তিনি আন্দোলনকারী সকল কৃষক(Protesting Farmers)-কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি। একইসঙ্গে আন্দোলনকারী যে সমস্ত কৃষকেরা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতিও সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। এ নিয়ে একটি কবিতাও লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার, গুরুনানক জয়ন্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) জানান, কৃষকদের হিতকামনা করে তিনটি কৃষি আইন আনা হলেও, তার সুফলগুলি দেশের এক অংশের কৃষকদের বোঝানো সম্ভব হয়নি। কৃষকদের কথা চিন্তা করেই কেন্দ্রের তরফে তিনটি কৃষি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের শেষভাগেই শীতকালীন অধিবেশনে এই আইন প্রত্যাহারের কাজ সম্পন্ন হবে।

প্রধানমন্ত্রীর এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটবার্তায় তিনি লেখেন, “প্রত্যেক আন্দোলনকারী কৃষককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যারা কৃষি আইনের বিরুদ্ধে নিরন্তরভাবে লড়াই চালিয়েছেন এবং বিজেপির নৃশংসতার শিকার হয়েও দমে যাননি। এই জয় আপনাদের। একইসঙ্গে যারা এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল।”

টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)-ও। তিনি লিখেছেন, “সকলকে কৃষকদের আরও শক্তি! সমস্ত প্রতিকূলতা পেরিয়ে কৃষকরা নিজেদের সিদ্ধান্তে দৃঢ় থেকে যে কঠিন ও সুদীর্ঘ আন্দোলন চালিয়ে গিয়েছেন, তা বিজেপিকে নিজের জায়গা দেখিয়ে দিয়েছে। গণতন্ত্রে ভিন্নমতের আসল শক্তি এটাই এবং প্রত্যেক কৃষককে তাদের সাহসিকতার জন্য স্যালুট জানাই।”

গত বছরের সেপ্টেম্বর মাসে কেন্দ্রের তরফে কৃষি আইন আনার পরই অশান্তির আঁচ ছড়িয়েছিল। পঞ্জাব থেকে ধীরে ধীরে বাকি রাজ্যেও কৃষি আইনের বিরোধিতা করে ছড়িয়ে পড়ছিল আন্দোলন। গত বছরের ২৬ নভেম্বর দিল্লির তিন সীমান্ত আটকে আন্দোলন শুরু করে কৃষকরা। পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যের কৃষকেরা এই আন্দোলনে যোগ দেয়।

কেন্দ্রের তরফে একাধিকবার কৃষকদের সঙ্গে আলোচনায় বসলেও কোনও সমাধানসূত্র মেলেনি। কেন্দ্রের তরফে দেড় বছরের জন্য আইন স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হলেও কৃষকেরা আইন প্রত্যাহারের দাবিতেই অনড় ছিল। অবশেষে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের দাবি মেনে সেই তিন আইন প্রত্যাহার করে নিলেন।

 

কৃষক আন্দোলনের শুরু হওয়ার পর থেকেই কৃষকদের দাবিতেই সমর্থন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেস। কৃষকদের সুরে সুর মিলিয়েই তিনি কৃষি আইন প্রত্য়াহারের দাবি জানিয়েছিলেন। আন্দোলনকারী কৃষকদের সমর্থন জানাতে দিল্লি সীমান্তেও তৃণমূলের প্রতিনিধি দলও পাঠিয়েছিলেন তিনি।

চলতি বছরে রাজ্যে বিধানসভা নির্বাচনেও কৃষক আন্দোলনকে হাতিয়ার করেছিলেন মুখ্যমন্ত্রী। বাংলার কৃষকদের প্রভাবিত করতে তিনি ব্যাপক প্রচার চালিয়েছিলেন। তাঁকে সমর্থন জানিয়ে নন্দীগ্রামে প্রচারে এসেছিলেন কৃষক নেতা রাকেশ তিকাইতও। যদিও শেষ হাসি হেসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ে সঙ্গী তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীই।

আরও পড়ুন: Amarinder Singh’s Reaction on Repealing Farm laws: ‘দারুণ খবর’, কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ অমরিন্দরের