বিহারের নির্বাচন ‘নারীশক্তির’ জবাব?
বিহারের নির্বাচনে এনডিএ ঝড়ে কার্যত উড়ে গিয়েছে বিরোধীরা। ফের সরকার গড়তে চলেছে এনডিএ। এই জয়ের পিছনে কী কারণ, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। এরই মধ্যে বিহারের 'নারীশক্তির' ভোট নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিজেপি নেতারা বলছেন, এখন বিহারে রাত ১২টায়ও মেয়েরা নিশ্চিন্তে বাড়ির বাইরে বেরতে পারেন। আর এনডিএ-র বিপুল জয়ের পর বিজেপি কর্মীরা বলছেন, নারীশক্তি এনডিএ-কে ভোট দিয়েছেন। বিহারের প্রথম যাঁরা ভোটাধিকার পেয়েছেন এবং মহিলারা এনডিএ-কে সমর্থন করেছেন। সেজন্যই এমন জয় পেয়েছেন এনডিএ। বিজেপি নেতা-কর্মীরা বলছেন, এটা নারীশক্তির জয়।
বিহারের নির্বাচনে এনডিএ ঝড়ে কার্যত উড়ে গিয়েছে বিরোধীরা। ফের সরকার গড়তে চলেছে এনডিএ। এই জয়ের পিছনে কী কারণ, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। এরই মধ্যে বিহারের ‘নারীশক্তির’ ভোট নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিজেপি নেতারা বলছেন, এখন বিহারে রাত ১২টায়ও মেয়েরা নিশ্চিন্তে বাড়ির বাইরে বেরতে পারেন। আর এনডিএ-র বিপুল জয়ের পর বিজেপি কর্মীরা বলছেন, নারীশক্তি এনডিএ-কে ভোট দিয়েছেন। বিহারের প্রথম যাঁরা ভোটাধিকার পেয়েছেন এবং মহিলারা এনডিএ-কে সমর্থন করেছেন। সেজন্যই এমন জয় পেয়েছেন এনডিএ। বিজেপি নেতা-কর্মীরা বলছেন, এটা নারীশক্তির জয়।