মুজাম্মিলকে জেরায় বিস্ফোরক তথ্য পেলেন গোয়েন্দারা, কী ছক ছিল ধৃত ডাক্তারের?
জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসূত্র পাওয়া যায় কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছে মুজাম্মিল শাকিলকে। গ্রেফতারের সময় হরিয়ানার ফরিদাবাদে আল ফালহা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন আল ফালাহ স্কুল অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টারের জরুরি বিভাগে কাজ করছিলেন মুজাম্মিল। গ্রেফতারের পর থেকে তাঁকে জেরা করে নানা তথ্য পাওয়া গিয়েছে। বছরের শুরুতে জানুয়ারিতে লালকেল্লায় রেকি করেছিলেন মুজাম্মিল ও ডাক্তার উমর নবি। এরপর মুজাম্মিল একা একাও বেশ কয়েকবার লালকেল্লায় রেকি করেন। লালকেল্লাতে কি বড়সড় নাশকতার ছক ছিল? সব কিছু খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসূত্র পাওয়া যায় কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছে মুজাম্মিল শাকিলকে। গ্রেফতারের সময় হরিয়ানার ফরিদাবাদে আল ফালহা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন আল ফালাহ স্কুল অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টারের জরুরি বিভাগে কাজ করছিলেন মুজাম্মিল। গ্রেফতারের পর থেকে তাঁকে জেরা করে নানা তথ্য পাওয়া গিয়েছে। বছরের শুরুতে জানুয়ারিতে লালকেল্লায় রেকি করেছিলেন মুজাম্মিল ও ডাক্তার উমর নবি। এরপর মুজাম্মিল একা একাও বেশ কয়েকবার লালকেল্লায় রেকি করেন। লালকেল্লাতে কি বড়সড় নাশকতার ছক ছিল? সব কিছু খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
Published on: Nov 12, 2025 06:30 PM

