বাড়ি ভাড়া নিয়ে কী করতেন মুজাম্মিল? জানালেন বাড়ির মালিক

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 12, 2025 | 6:13 PM

ফরিদাবাদে যে বাড়িটি ধৃত চিকিৎসক মুজাম্মিল শাকিল ভাড়া নিয়েছিলেন, কী বলছেন সেই বাড়ির মালিক? বাড়ি মালিক জানিয়েছেন, সেপ্টেম্বরে মুজাম্মিল ধাউজ গ্রামে দোতলা বাড়ির উপরের তলাটি ভাড়া নেয়। মুজাম্মিল নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিয়েছিলেন। বাড়ি ভাড়া নিলেও তাঁকে প্রায় দেখাই যেত না। এমনকী বাড়ি ভাড়ার টাকাও বাকি রয়েছে। বাড়ির মালিককে মুজাম্মিল জানিয়েছিলেন, আচমকাই চিকিৎসক হিসেবে তিনি চাকরি পেয়েছেন। এই কারণেই এখন বাড়ি পাচ্ছেন না। তাই যদি এই বাড়িটি ভাড়া পান, তাহলে খুব ভাল হয়। বাড়ির মালিক জানিয়েছেন, বাড়ি ভাড়া নেওয়ার পর থেকে দেখা পাওয়া যায়নি মুজাম্মিলের। শুধু রাতে আসতেন এবং মালপত্র রেখে বেরিয়ে যেতেন। তার সঙ্গে আর কখনওই দেখা সেভাবে হয়নি।

ফরিদাবাদে যে বাড়িটি ধৃত চিকিৎসক মুজাম্মিল শাকিল ভাড়া নিয়েছিলেন, কী বলছেন সেই বাড়ির মালিক? বাড়ি মালিক জানিয়েছেন, সেপ্টেম্বরে মুজাম্মিল ধাউজ গ্রামে দোতলা বাড়ির উপরের তলাটি ভাড়া নেয়। মুজাম্মিল নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিয়েছিলেন। বাড়ি ভাড়া নিলেও তাঁকে প্রায় দেখাই যেত না। এমনকী বাড়ি ভাড়ার টাকাও বাকি রয়েছে। বাড়ির মালিককে মুজাম্মিল জানিয়েছিলেন, আচমকাই চিকিৎসক হিসেবে তিনি চাকরি পেয়েছেন। এই কারণেই এখন বাড়ি পাচ্ছেন না। তাই যদি এই বাড়িটি ভাড়া পান, তাহলে খুব ভাল হয়। বাড়ির মালিক জানিয়েছেন, বাড়ি ভাড়া নেওয়ার পর থেকে দেখা পাওয়া যায়নি মুজাম্মিলের। শুধু রাতে আসতেন এবং মালপত্র রেখে বেরিয়ে যেতেন। তার সঙ্গে আর কখনওই দেখা সেভাবে হয়নি।