WITT 2025: মুসলিম ভোট নিয়ে মুখ খুললেন অসমের মুখ্যমন্ত্রী, কী বললেন হিমন্ত?

Mar 30, 2025 | 12:09 AM

WITT: তাঁর রাজ্যে ৪০ শতাংশের বেশি মুসলমান। তাঁদের ভোট নিয়ে কতটা চিন্তিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা? টিভি৯-র হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিটে সব প্রশ্নের জবাব দিলেন তিনি।

WITT 2025: মুসলিম ভোট নিয়ে মুখ খুললেন অসমের মুখ্যমন্ত্রী, কী বললেন হিমন্ত?

Follow Us

নয়াদিল্লি: বারবার তাঁর মুখে হিন্দুত্বের কথা শোনা যায়। নিজেকে হিন্দু বলতে গর্ববোধও করেন তিনি। কিন্তু, তিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই অসমে জনসংখ্যার ৪০ শতাংশের বেশি মুসলমান। তাঁদের ভোট নিয়ে কী ভাবছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা? টিভি৯-র হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিটের মঞ্চে এই নিয়ে মুখ খুললেন তিনি। কী বললেন?

শনিবার WITT-র মঞ্চে হিমন্ত বিশ্বশর্মা বলেন, “অসমের জনসংখ্যার ৪০ শতাংশের বেশি মুসলমান। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অসমের ১৪টি আসনের মধ্যে ১১টি পেয়েছে বিজেপি। ৪০ শতাংশ মুসলিম থাকা সত্ত্বেও এত বড় জয় বিজেপির।” তারপরই তিনি বলেন, “যার যেখানে ইচ্ছে সেখানে ভোট দেবেন। আমার কাজ মাদ্রাসা বন্ধ করে ছেলেমেয়েদের ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানো। ভোট যাকে খুশি আপনি দিন।”

এদিন মণিপুর হিংসা নিয়েও মুখ খোলেন অসমের মুখ্যমন্ত্রী। মণিপুরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে WITT-র মঞ্চে তিনি বলেন, “কংগ্রেস বলে বেড়ায় মণিপুরের হিংসা ও সমস্যা গত ২ বছরের। ওরা ভুলে যায় যে এই সমস্যা বহু পুরনো। ১৯৬০ সাল থেকে সেখানে টেনশন রয়েছে। মাঝে মাঝে সেই টেনশন বেড়ে যায়। ওখানে তিনটি আদিবাসী সম্প্রদায় রয়েছে। তাদের মধ্যে কখনও কখনও টেনশন বেড়ে যায়। ৭৫ বছর ধরে এই সমস্যা রয়েছে। কেন্দ্রের মোদী সরকার এই সমস্যার চিরস্থায়ী সমাধানের চেষ্টা করছে।”

এই খবরটিও পড়ুন