
ভারতের মানচিত্রে ‘চিকেনস নেক’ কী? আর এই মুরগির গলা নিয়ে কেন এতটা শোরগোল? কেন এত চর্চা? সেইটা বোঝার জন্য আগে জানতে হবে এই এলাকা সম্পর্কে! রাজনৈতিক ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ এই সংযোগস্থল। পশ্চিমবঙ্গের উত্তরের একটি সরু ভূখণ্ড, যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে যুক্ত রাখে। এই পথটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের পাশ দিয়ে গিয়েছে বলে এর আর এক নাম শিলিগুড়ি করিডর। বাংলার মাটি ভীষণ গুরুত্বপূর্ণ! ‘চিকেনস নেক’ বাংলার মাটি হলেও এই ভূখণ্ডেই নির্ভর করছে ভারতের আটটি উত্তর-পূর্ব রাজ্যের সঙ্গে সংযোগ রক্ষা। ফলত আপনাকে বুঝতে হবে যে বাংলার এই ভূখণ্ড কেবল ভৌগোলিকভাবে নয়, জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক ক্ষেত্রেও এক অপরিহার্য ভূমিকা পালন করে। আর তাই এই এলাকায় বারবার মোতায়েন করতে হয় কেন্দ্রীয় সেনা। অনুপ্রবেশ রুখতে এই এলাকায় অতি তৎপর হতে হয় BSF-কে। ...