নয়া দিল্লি: ট্রেনে ভ্রমণ করার ক্ষেত্রে রয়েছে একাধিক নিয়ম। সন্তানের জন্য টিকিট কেনা উচিত কি না, তা বুঝতে পারেন না অনেকেই। তবে শিশুদের টিকিট বুকিং সম্পর্কে ভারতীয় রেল স্পষ্ট নির্দেশিকা জারি করেছে।
যদি শিশুর বয়স ১ থেকে ৪ বছরের মধ্যে হয়, তাহলে আপনার সন্তানের জন্য টিকিট কেনার দরকার নেই। কারণ এই বয়সের শিশু বাবা-মায়ের সঙ্গে একই সিটে ঘুমিয়ে ভ্রমণ করতে পারে। কিন্তু যদি আপনি আপনার শিশুকে ঘুম পাড়ানোর জন্য বা ট্রেনে বসার জন্য আলাদা সিট চান, তাহলে আপনাকে টিকিট বুক করতে হবে।
যদি শিশুর বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে হয়, তাহলে আপনাকে টিকিট কিনতে হবে। কিন্তু এটাকে হাফ টিকিট বলা হয়। অর্থাৎ আপনাকে টিকিটের পুরো টাকা দিতে হবে না। এতে, রেলওয়ে ভাড়ার উপর ৫০ শতাংশ ছাড় দেয়। যদি আপনি পুরো বার্থটি চান, তাহলে আপনাকে পুরো টাকা দিতে হবে। অর্ধেক চার্জ হবে কারণ আপনার সন্তানও ট্রেনে ভ্রমণ করছে। যদি সে আসন চায়, তাহলে তাকে পুরো টাকা দিতে হবে। ১২ বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য পুরো টিকিটের দাম নেওয়া হবে।