AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Waqf Bill: আরবেও নেই, ভারতে ওয়াকফের এত প্রভাব! কী বদল আনছে মোদী সরকার

Waqf Bill: এই বিল নিয়ে বিতর্ক থাকায় ঠিক হয়, যৌথ কমিটির কাছে পাঠানো হয় সেই বিল। অন্তত ২৫টি বৈঠকে বিল নিয়ে আলোচনা হয়েছে। অভিযোগ, অনেকের কথা শোনা হলেও, গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের কথা শোনেনি ওই কমিটি।

Waqf Bill: আরবেও নেই, ভারতে ওয়াকফের এত প্রভাব! কী বদল আনছে মোদী সরকার
Image Credit: GFX- TV9 Bangla
| Updated on: Nov 28, 2024 | 7:26 PM
Share

কলকাতা: দিল্লি থেকে কলকাতা, ‘ওয়াকফ’ ইস্যুতে বিতর্ক চরমে। লোকসভায় শীতকালীন অধিবেশন শুরু হতেই সেই ইস্যু মাথাচাড়া দিয়েছে আবারও। এই অধিবেশনেই নতুন করে বিল পেশ হওয়ার প্রবল সম্ভাবনা। তার আগে তৃণমূলের সাংসদরা দেখা করেন লোকসভার স্পিকারের সঙ্গে। এখানেই শেষ নয়, আগামী ৩০ নভেম্বর এই ইস্যুতে কলকাতার পথে নেমে সমাবেশ করবে তৃণমূল। তৃণমূলের মতোই বিরোধী দলগুলির দাবি, এই আইন কার্যকর করে সংখ্যালঘুদের অধিকার খর্ব করতে চাইছে, তাদের সম্পত্তি কেড়ে নিতে চাইছে সরকার। আর সরকারের বক্তব্য, আদতে এই আইন লাগু করে সংবিধানকে স্বীকৃতি দিতে চায় তারা। এতে মহিলাদের অধিকারও সুরক্ষিত থাকবে বলে উল্লেখ করা হচ্ছে। আদতে কী এই ওয়াকফ? আইন বদলালে কী যায়-আসে? তিন দশক পর...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন