
নয়াদিল্লি: তিল ধারণের জায়গা নেই। মহাকুম্ভে যাওয়ার জন্য ভিড় যাত্রীদের। গত শনিবার রাতে নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের। কেন ঘটল এই দুর্ঘটনা? এবার রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) তাদের রিপোর্টে চাঞ্চল্যকর দাবি করল। দায় ঝেড়ে রেল কর্তৃপক্ষকেই কাঠগড়ায় দাঁড় করাল আরপিএফ।
আরপিএফ তাদের রিপোর্টে জানিয়েছে, ফুট ওভারব্রিজে অস্বাভাবিক হারে ভিড় বাড়তে দেখে নয়াদিল্লি স্টেশনের স্টেশন ডিরেক্টরকে অবিলম্বে টিকিট বিক্রি বন্ধ করার আবেদন জানিয়েছিলেন নয়াদিল্লি স্টেশনের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভিড় আরও বাড়তে পারে এই আশঙ্কার কথাও জানিয়েছিলেন তিনি।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্রয়াগরাজগামী স্পেশাল ট্রেন যাত্রী পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দেওয়ার আবেদনও জানিয়েছিলেন নয়াদিল্লি স্টেশনের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার। কিন্তু, শেষ মুহূর্তে ১৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন পরিবর্তন করে দেওয়ার কারণেই ঘটেছে দুর্ঘটনা। এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ক্রমশ ভিড় বাড়ছে দেখে প্ল্যাটফর্ম নম্বর ১২-১৩, ১৪-১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্ম এবং ফুটওভার ব্রিজে অন ডিউটি এবং অফ ডিউটি সব আরপিএফ কর্মীকে দ্রুত মুভ করার নির্দেশও দেওয়া হয়েছিল।
নয়াদিল্লি স্টেশনের পরিচালন ব্যবস্থা এবং নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থাকে ঘটনার সম্পর্কে আলাদা আলাদা রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দুই সদস্য তদন্ত কমিটি। সেই মোতাবেক আরপিএফের ইন্সপেক্টর র্যাঙ্কের একজন অফিসার তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন।