Amit Shah: ‘পাকিস্তানকে বাঁচিয়ে আপনার কী লাভ?’ চিদম্বরমকে আক্রমণ শাহর, খোঁচা অখিলেশকেও

Amit Shah: এদিন সংসদে অমিত শাহ বলেন, নিহত জঙ্গিরা যে পাকিস্তানের, তার সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে কেন্দ্র। পাকিস্তানের ভোটার কার্ড ও সেদেশের চকোলেট পাওয়া গিয়েছে নিহত জঙ্গিদের কাছ থেকে। এরপরই চিদম্বরমকে আক্রমণ করে শাহ বলেন, "গতকাল প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী চিদম্বরমজি প্রশ্ন তুলেছিলেন, জঙ্গিরা যে পাকিস্তান থেকে এসেছে তার প্রমাণ কোথায়?"

Jul 29, 2025 | 3:38 PM

নয়াদিল্লি: অপারেশন মহাদেবে নিকেশ হয়েছে ৩ জঙ্গি। ওই ৩ জঙ্গি পহেলগাঁওয়ে হামলায় জড়িত বলে মঙ্গলবার সংসদে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে তিনি বলেন, নিহতরা যে পাকিস্তানের নাগরিক, তার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। আর এই তথ্য দিতে গিয়েই কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমকে আক্রমণ করলেন শাহ। বললেন, “পাকিস্তানকে বাঁচিয়ে আপনি কী পাবেন?” সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা সাংসদ অখিলেশ যাদবকেও এই নিয়ে খোঁচা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন সংসদে অমিত শাহ বলেন, নিহত জঙ্গিরা যে পাকিস্তানের, তার সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে কেন্দ্র। পাকিস্তানের ভোটার কার্ড ও সেদেশের চকোলেট পাওয়া গিয়েছে নিহত জঙ্গিদের কাছ থেকে। এরপরই চিদম্বরমকে আক্রমণ করে শাহ বলেন, “গতকাল প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী চিদম্বরমজি প্রশ্ন তুলেছিলেন, জঙ্গিরা যে পাকিস্তান থেকে এসেছে তার প্রমাণ কোথায়? আমি তাঁকে প্রশ্ন করতে চাই, পাকিস্তানকে বাঁচিয়ে আপনি কী পাবেন? তাঁর এই কথা বলার অর্থ, পাকিস্তানকে তাঁরা ক্লিনচিট দিচ্ছেন।” নিহত জঙ্গিদের কাছ থেকে যে গুলি উদ্ধার হয়েছে, পহেলগাঁওয়ে হামলায় সেই গুলি-ই ব্যবহৃত হয়েছিল বলে এদিন সংসদে জানান শাহ।

এদিন অখিলেশ যাদবকেও খোঁচা দেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় অখিলেশ একাধিকবার সরব হন। সমাজবাদী পার্টি সুপ্রিমোর একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে শাহ বলেন, “আপনার সঙ্গে কি পাকিস্তানের কথা হয়?” এখানেই না থেমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তিন জঙ্গির নিহত হওয়ার কথা শুনে সবাই খুশি হবে ভেবেছিলাম। কিন্তু এখানে অনেককেই দুঃখী দেখছি। এটা কী ধরনের রাজনীতি? সন্ত্রাসবাদী মারা গিয়েছে, এতেও আপনাদের আনন্দ নেই।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করেছিল জঙ্গিরা। তারপর থেকে বিরোধীরা একাধিকবার প্রশ্ন তুলেছে, হামলাকারী জঙ্গিদের কেন ধরা যাচ্ছে না? এদিন একাধিক প্রমাণ তুলে ধরে শাহ বলেন, “অপারেশন সিঁদুরের মাধ্যমে এই জঙ্গিদের যারা পাঠিয়েছিল, তাদের মারা হয়েছে। আর যারা হামলা চালিয়েছিল, এখন আমাদের সেনা তাদের মেরেছে।

 

নয়াদিল্লি: অপারেশন মহাদেবে নিকেশ হয়েছে ৩ জঙ্গি। ওই ৩ জঙ্গি পহেলগাঁওয়ে হামলায় জড়িত বলে মঙ্গলবার সংসদে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে তিনি বলেন, নিহতরা যে পাকিস্তানের নাগরিক, তার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। আর এই তথ্য দিতে গিয়েই কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমকে আক্রমণ করলেন শাহ। বললেন, “পাকিস্তানকে বাঁচিয়ে আপনি কী পাবেন?” সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা সাংসদ অখিলেশ যাদবকেও এই নিয়ে খোঁচা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন সংসদে অমিত শাহ বলেন, নিহত জঙ্গিরা যে পাকিস্তানের, তার সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে কেন্দ্র। পাকিস্তানের ভোটার কার্ড ও সেদেশের চকোলেট পাওয়া গিয়েছে নিহত জঙ্গিদের কাছ থেকে। এরপরই চিদম্বরমকে আক্রমণ করে শাহ বলেন, “গতকাল প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী চিদম্বরমজি প্রশ্ন তুলেছিলেন, জঙ্গিরা যে পাকিস্তান থেকে এসেছে তার প্রমাণ কোথায়? আমি তাঁকে প্রশ্ন করতে চাই, পাকিস্তানকে বাঁচিয়ে আপনি কী পাবেন? তাঁর এই কথা বলার অর্থ, পাকিস্তানকে তাঁরা ক্লিনচিট দিচ্ছেন।” নিহত জঙ্গিদের কাছ থেকে যে গুলি উদ্ধার হয়েছে, পহেলগাঁওয়ে হামলায় সেই গুলি-ই ব্যবহৃত হয়েছিল বলে এদিন সংসদে জানান শাহ।

এদিন অখিলেশ যাদবকেও খোঁচা দেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় অখিলেশ একাধিকবার সরব হন। সমাজবাদী পার্টি সুপ্রিমোর একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে শাহ বলেন, “আপনার সঙ্গে কি পাকিস্তানের কথা হয়?” এখানেই না থেমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তিন জঙ্গির নিহত হওয়ার কথা শুনে সবাই খুশি হবে ভেবেছিলাম। কিন্তু এখানে অনেককেই দুঃখী দেখছি। এটা কী ধরনের রাজনীতি? সন্ত্রাসবাদী মারা গিয়েছে, এতেও আপনাদের আনন্দ নেই।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করেছিল জঙ্গিরা। তারপর থেকে বিরোধীরা একাধিকবার প্রশ্ন তুলেছে, হামলাকারী জঙ্গিদের কেন ধরা যাচ্ছে না? এদিন একাধিক প্রমাণ তুলে ধরে শাহ বলেন, “অপারেশন সিঁদুরের মাধ্যমে এই জঙ্গিদের যারা পাঠিয়েছিল, তাদের মারা হয়েছে। আর যারা হামলা চালিয়েছিল, এখন আমাদের সেনা তাদের মেরেছে।