Explained: মেঘের আড়ালে হত্যা, সোনম-রাজার সানাইয়ের সুর কীভাবে সহসা বদলাল?
Meghalaya Murder: সোনম ইন্দোরের অভিজাত পরিবারের মেয়ে। বাবার সানামাইকার বিরাট ব্যবসা। একই ভাবে পারিবারিক ব্যবসা ছিল রাজা রঘুবংশীরও। তিনি থাকতেন ইন্দোরেই। গত ১১ মে দুই পরিবারের তরফে দেখাশোনা করে বিয়ে হয় সোনম-রাজের। বিবাহ অনুষ্ঠান ঘিরে আনন্দের সীমা ছিল না।

শিলং: মেঘালয়ের আকাশে জড়ো হয়েছে রহস্যের মেঘ। আর সেই মেঘের আড়ালে লুকিয়ে থাকা ‘মেঘদূত’কে অবশেষে খুঁজে পেয়েছে প্রহরীরা। তবে তারা এখনও খুঁজছে প্রতিটা খুঁটি, প্রতিটা তথ্য, যা জুড়ে দেবে মেঘালয় মধুচন্দ্রিমা হত্যাকাণ্ডের গোটা কাহিনি। মঙ্গলবার ‘মেঘদূত’ সোনমকে নিয়ে যাওয়া হয়েছে শিলংয়ে। রবিবার মধ্যরাতে তিনি গ্রেফতার হয়েছেন। আর তারপর থেকে বেরিয়ে আসছে মেঘালয় মধুচন্দ্রিমা-কাণ্ডে একের পর এক হাড়হিম করা তথ্য। ঘৃণা, বিশ্বাসঘাতকতার একটা নতুন অধ্যায়ের সাক্ষী থাকছে প্রজন্ম। যে ভাবে শুরু হল সবটা… সোনম ইন্দোরের অভিজাত পরিবারের মেয়ে। বাবার সানামাইকার বিরাট ব্যবসা। একই ভাবে পারিবারিক ব্যবসা ছিল রাজা রঘুবংশীরও। তিনি থাকতেন ইন্দোরেই। গত ১১ মে দুই পরিবারের তরফে দেখাশোনা করে বিয়ে হয় সোনম-রাজার। বিবাহ অনুষ্ঠান...





