Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: ভারত থেকে ‘মিনি ইন্ডিয়া’-য় যাচ্ছেন মোদী

PM Modi: ২৭ বছর আগে ১৯৯৮ সালে মরিশাসে গিয়েছিলেন মোদী। তখনও গুজরাটের মুখ্যমন্ত্রী হননি তিনি। একজন বিজেপি কার্যকর্তা হিসেবে নিরলস পরিশ্রম করে চলেছেন। সেইসময়ই ১৯৯৮ সালের ২ থেকে ৮ অক্টোবর পর্যন্ত মরিশাসের মোকাতে ছিলেন মোদী।

PM Modi: ভারত থেকে 'মিনি ইন্ডিয়া'-য় যাচ্ছেন মোদী
২৭ বছর আগে মরিশাসে গিয়েছিলেন নরেন্দ্র মোদী
Follow Us:
| Updated on: Mar 10, 2025 | 6:50 PM

নয়াদিল্লি: মঙ্গলবার মরিশাস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরদিন অর্থাৎ ১২ মার্চ সেদেশের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তিনি। মোদীর সঙ্গে মরিশাসের সম্পর্ক বহু দিনের। তখনও তিনি গুজরাটের মুখ্যমন্ত্রীও হননি। মরিশাস সফরে গিয়ে সবার মন জয় করেছিলেন। ১৯৯৮ সালের সেই মরিশাস সফরের কথা এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন মোদী।

মরিশাসের সঙ্গে ভারতের গভীর সম্পর্ক। দুই দেশের সাংস্কৃতিক, ঐতিহাসিক মেলবন্ধন রয়েছে। আর রয়েছে ভারত মহাসাগর। মরিশাস যেন ‘মিনি ইন্ডিয়া’। আর সেদেশে মোদীর সফর যেন ‘মিনি ইন্ডিয়া’-য় ফেরা।

এই খবরটিও পড়ুন

এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, একশো বছরেরও বেশি আগে ভারতের বহু নাগরিক শ্রমিক হিসেবে মরিশাসে যান। সঙ্গে নিয়ে গিয়েছিলেন তুলসীদাসের রামায়ণ, হনুমান চালিশা। হিন্দি ভাষা মরিশাসের অন্যতম ভাষা হয়ে ওঠে।

২৭ বছর আগে মরিশাসে মুরলী মনোহর জোশীর সঙ্গে নরেন্দ্র মোদী

২৭ বছর আগে ১৯৯৮ সালে মরিশাসে গিয়েছিলেন মোদী। তখনও গুজরাটের মুখ্যমন্ত্রী হননি তিনি। একজন বিজেপি কার্যকর্তা হিসেবে নিরলস পরিশ্রম করে চলেছেন। সেইসময়ই ১৯৯৮ সালের ২ থেকে ৮ অক্টোবর পর্যন্ত মরিশাসের মোকাতে ছিলেন মোদী। সেখানে ‘ইন্টারন্যাশনাল রামায়ণ কনফারেন্স’-এ যোগ দিয়েছিলেন।

সেইসময় বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ছিলেন মোদী। ভারত ও মরিশাসকে এক সূত্রে বাঁধতে রামায়ণ কীভাবে সেতুর কাজ করেছে, ওই কনফারেন্সে তা তুলে ধরেছিলেন মোদী। তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী মুরলী মনোহর জোশীর সঙ্গে মরিশাসে দেখা করেছিলেন। ওইসময় মরিশাসে ছিলেন মুরলী মনোহর জোশী। ২৭ বছর পর মরিশাস সফর যেন মোদীর কাছে ‘মিনি ইন্ডিয়া’-য় ফেরা।