Bullet Train: কবে ছুটবে বুলেট ট্রেন, কতটা কাজ হল, সব জানালেন মন্ত্রী

Bullet Train: জাপান সরকারের প্রযুক্তিগত এবং আর্থিক সাহায্যে MAHSR নির্মিত হচ্ছে। প্রকল্পটি গুজরাট, মহারাষ্ট্র এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির মধ্য দিয়ে যাচ্ছে।

Bullet Train: কবে ছুটবে বুলেট ট্রেন, কতটা কাজ হল, সব জানালেন মন্ত্রী
বুলেট ট্রেনImage Credit source: Getty Image

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 24, 2025 | 8:15 AM

নয়া দিল্লি: বুলেট ট্রেনের অপেক্ষায় রয়েছে গোটা দেশ। প্রাথমিকভাবে মুম্বই-আহমেদাবাদ রুটে চালু হবে সেই ট্রেন। ওই হাই স্পিড রেল প্রকল্প কবে শেষ হবে, কবে ছুটবে দেশের মাটিতে বুলেট ট্রেন। এবার সে কথা জানিয়ে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

৫০৮ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে বুলেট ট্রেন প্রকল্পটি বেশ জটিল। প্রযুক্তিগতভাবেও খুব সহজ নয়। এই প্রকল্পের কাছে সম্পর্কিত সব নির্মাণ কাজ শেষ হলে তবেই দৌড়বে ট্রেন। ট্র্যাক, বৈদ্যুতিক, সিগন্যালিং এবং টেলিযোগাযোগ ব্যবস্থা শেষ হওয়ার অপেক্ষা এখন।

জাপান সরকারের প্রযুক্তিগত এবং আর্থিক সাহায্যে MAHSR নির্মিত হচ্ছে। প্রকল্পটি গুজরাট, মহারাষ্ট্র এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির মধ্য দিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে এই প্রকল্পে মুম্বই, থানে, ভিরার, বোইসার, ভাপি, বিলিমোরা, সুরাট, ভারুচ, ভদোদরা, আনন্দ, আহমেদাবাদ এবং সবরমতীতে ১২টি স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান যে আগামী ৩০ জুন পর্যন্ত এই প্রকল্পে মোট ৭৮,৮৩৯ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন যে মহারাষ্ট্রে জমি অধিগ্রহণে দেরী হওয়ায় প্রকল্পটি অনেকদিন আটকে ছিল। তবে, বর্তমানে এমএইচএসআর প্রকল্পের জন্য সম্পূর্ণ জমি (১৩৮৯.৫ হেক্টর) অধিগ্রহণ করা হয়েছে। এখনও পর্যন্ত ৩৯২ কিলোমিটার পিয়ার নির্মাণ হয়েছে, ৩২৯ কিলোমিটার গার্ডার ঢালাই এবং ৩০৮ কিলোমিটার গার্ডার লঞ্চের কাজ সম্পন্ন হয়েছে। সমুদ্রের তলদেশে টানেলের কাজও শুরু হয়েছে।