
নয়া দিল্লি: এক সময়ে খাটো চোখে দেখা হত, এখন মদ্যপান খুবই স্বাভাবিক বিষয়। বিয়ার, হুইস্কি, ওয়াইন, রাম- মদের এখন ছড়াছড়ি। দেশের একটা বড় অংশই এখন মদ্যপানে অভ্যস্ত। কোন রাজ্য সবথেকে বেশি মদ্যপান করে জানেন? নামটা জানলে চমকে যাবেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের তথ্য অনুযায়ী, দেশের ২২.৪ শতাংশ পুরুষই মদ্যপান করেন। কোন রাজ্য সবথেকে বেশি মদ্যপান করেন? আইসিআরআইইআর-র তথ্য অনুযায়ী, দিল্লি বা মুম্বই নয়, দেশের মধ্যে সবথেকে বেশি মদ্যপান করে অরুণাচল প্রদেশ। এই রাজ্যে ৫৬.৬ শতাংশ নাগরিক মদ্যপান করে। তেলঙ্গানা রয়েছে দ্বিতীয় স্থানে, এখানে ৫০ শতাংশ নাগরিক মদ্যপান করে। ঝাড়খণ্ড রয়েছে তৃতীয় স্থানে, ৪০.৪ শতাংশ। ওড়িশা রয়েছে এরপর, এই রাজ্যে ৩৮.৪ শতাংশ নাগরিক মদ্যপান করে।
সিকিমে ৩৬.৩ শতাংশ নাগরিক মদ্যপান করে। ছত্তীসগঢ়ে ৩৫.৯ শতাংশ মানুষ মদ্যপান করে। তামিলনাড়ু, উত্তরাখণ্ডে ৩২ শতাংশ মানুষ মদ্যপান করে। অন্ধ্র প্রদেশে ৩১.২ শতাংশ মানুষ মদ্যপান করে। পঞ্জাবে ২৭.৫ শতাংশ, অসমে ২৬.৫ শতাংশ মানুষ মদ্যপান করে। পশ্চিমবঙ্গে ২৫.৭ শতাংশ মানুষ মদ্যপান করে।
তবে কলকাতাও খুব একটা পিছিয়ে নেই। ২০২১ সালের সমীক্ষা অনুযায়ী দেশের মধ্যে সবথেকে বেশি অ্যালকোহলিক বেভারেজ পান করা শহরের তালিকায় শীর্ষে ছিল কলকাতা। ৩২.৯ শতাংশই এই ধরনের বেভারেজ পান করেন।
ইকোনোমিক টাইমসের ২০২১ সালের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে ১.৪ কোটি মানুষ মদ্যপান করেন।
বাণিজ্যনগরী মুম্বইয়ে মদ্যপান করা মানুষের হার ২৮.১ শতাংশ। লখনউয়ে এই সংখ্যাটা হল ২৭.৯ শতাংশ। বেঙ্গালুরুতে মদ্যপানকারীর সংখ্যা ২৭.৩ শতাংশ। পুণেতে ২৬.২ শতাংশ মদ্যপানকারী রয়েছে। ভুবনেশ্বরের ২৪.৯ শতাংশ মদ্যপান করে।