Pahalgam Terror Attack: ভোকাল টনিকে সিদ্ধহস্ত, পাক সেনার এই প্রিয় পাত্রই পহেলগাঁওয়ে হিন্দু-হত্যার মাস্টারমাইন্ড
Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার পিছনে তাকেই মাস্টারমাইন্ড বলছেন গোয়েন্দারা। সইফুল্লাহ খালিদের সঙ্গে পাকিস্তানি সেনার যোগসূত্র পাওয়া যাচ্ছে।

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের ছবি সামনে আসতেই ভেসে উঠছে ২৬/১১ মুম্বই হামলার স্মৃতি। সেই হামলায় জঙ্গিরা সদ্য যৌবনে পা দিয়েছিল। পহেলগাঁওয়ে হামলায়ও জঙ্গিদের বয়স বেশি নয়। সদ্য যৌবনে পা রাখা এইসব জঙ্গিদের কারা প্রশিক্ষণ দিল? কে বা কারা তাদের ব্রেনওয়াশ করে হামলার জন্য প্রস্তুত করল? এখানেই সামনে আসছে সফিফুল্লাহ খালিদের নাম। কে এই খালিদ? কীভাবে হয়ে উঠেছে পাকিস্তানি সেনার ‘প্রিয় পাত্র’?
গতকাল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর বর্বরোচিত হামলা চালায় জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পরিচয় জেনে গুলি করা হয়েছে পর্যটকদের। এমনকি, হিন্দু পরিচয় নিশ্চিত হতে পোশাকও খোলা হয়েছে। এই জঙ্গি হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। হামলার দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) নামে একটি জঙ্গি সংগঠন। যারা লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন হিসেবে পরিচিত। আর এই হামলার মাস্টারমাইন্ড হিসেবে সামনে আসছে সইফুল্লাহ খালিদের নাম।
কে এই সইফুল্লাহ খালিদ?
কেউ তাকে সইফুল্লাহ খালিদ বলে চেনেন। কারও কাছে সে সইফুল্লাহ কাসুরি। বর্তমানে সে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ডেপুটি প্রধান। পাকিস্তানি জঙ্গি হাফিজ সইদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। জানা গিয়েছে, পাকিস্তানে অবাধ বিচরণ সইফুল্লাহর। পাকিস্তানের সেনা আধিকারিকদের ‘প্রিয় পাত্র’ এই জঙ্গি। ফলে পাকিস্তানে অবাধে ঘুরে বেড়ায় সে।
আর এই সইফুল্লাহ জঙ্গি সংগঠনগুলির কাছে বিখ্যাত তার জেহাদি ভাষণের জন্য। যুব সমাজের ব্রেন ওয়াশ করতে সিদ্ধহস্ত সে। সম্প্রতি পাকিস্তানের পঞ্জাব প্রদেশের কঙ্গনপুরে গিয়েছিল খালিদ। তাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছিল খোদ পাক সেনা। উদ্দেশ্য, জেহাদি ভাষণ দেওয়া।
পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন টিআরএফ। গতবছর এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। এই সংগঠন পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশে সহায়তা করে। অস্ত্রশস্ত্র পাকিস্তান থেকে ভারতে জঙ্গিদের কাছে পৌঁছে দেওয়ারও কাজ করে। ২০১৯ সালে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে টিআরএস।

