
তন্ময় মুখোপাধ্যায়ের রিপোর্ট একান্ন পীঠের এই পীঠ, বাকি পঞ্চাশ পীঠের থেকে ঢের আলাদা। যে গুহায় মহামায়াকে অমরত্বের কাহিনি শুনিয়েছিলেন দেবাদিদেব, সেই তীর্থ বাঙালিকে যেন পরিব্রাজক হতে শিখিয়েছে। স্বামী বিবেকানন্দর দেখানো পথে এবারও অমরনাথের পথে বাঙালি। আক্ষরিক অর্থেই দুর্গম গিরি। সামনে শুধুই চড়াই। আর ঘাড় ঘোরালে বিরাট খাদ। এমনই শৈবতীর্থে হাজির পরিব্রাজক বাঙালি। শয়ে-শয়ে, হাজার-হাজার। স্বামী বিবেকানন্দর শেষ তীর্থযাত্রা যেখানে, সেই অমরনাথ মুখরিত বাঙালির বোলে। খুব অল্প সময়ের মধ্যে ট্রেক করে, প্রায় চার হাজার ফুট উপরে উঠা। আবার সেই দিনেই নেমে আসা। চাট্টিখানি ব্যাপার নয়। যাঁরা বালতাল রুট দিয়ে অমনরাথের উদ্দেশে...