EXPLAINED: স্বামীজির দেখানো পথে আজও অমরনাথ টানে বাঙালিকে, কী বলছেন পুণ্যার্থীরা?

অমরনাথ যাত্রা বাঙালির কাছে শুধু তীর্থ নয়, স্বামী বিবেকানন্দর দেখানো মোক্ষের পথ। দুর্গম গিরি পেরিয়ে খালি পায়ে কিংবা ক্র্যাচের ভরসায়ও হাজির হন পুণ্যার্থী। ইতিহাস আর আধ্যাত্মিকতার টানে আজও অমরনাথে বিশেষ ভিড় বাঙালির।

EXPLAINED: স্বামীজির দেখানো পথে আজও অমরনাথ টানে বাঙালিকে, কী বলছেন পুণ্যার্থীরা?

Aug 21, 2025 | 12:41 PM

তন্ময় মুখোপাধ্যায়ের রিপোর্ট একান্ন পীঠের এই পীঠ, বাকি পঞ্চাশ পীঠের থেকে ঢের আলাদা। যে গুহায় মহামায়াকে অমরত্বের কাহিনি শুনিয়েছিলেন দেবাদিদেব, সেই তীর্থ বাঙালিকে যেন পরিব্রাজক হতে শিখিয়েছে। স্বামী বিবেকানন্দর দেখানো পথে এবারও অমরনাথের পথে বাঙালি। আক্ষরিক অর্থেই দুর্গম গিরি। সামনে শুধুই চড়াই। আর ঘাড় ঘোরালে বিরাট খাদ। এমনই শৈবতীর্থে হাজির পরিব্রাজক বাঙালি। শয়ে-শয়ে, হাজার-হাজার। স্বামী বিবেকানন্দর শেষ তীর্থযাত্রা যেখানে, সেই অমরনাথ মুখরিত বাঙালির বোলে। খুব অল্প সময়ের মধ্যে ট্রেক করে, প্রায় চার হাজার ফুট উপরে উঠা। আবার সেই দিনেই নেমে আসা। চাট্টিখানি ব্যাপার নয়। যাঁরা বালতাল রুট দিয়ে অমনরাথের উদ্দেশে...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন