পটনা: স্ত্রীকে সাপে কামড়েছে। কী সাপ চেনেন না, হাসপাতালে চিকিৎসক জিজ্ঞাসা করলে, বলবেন কী। এই ভেবে স্ত্রীকে তো বাইকে চাপালেনই, তার সঙ্গে সাপটিকেও হাসপাতালে নিয়ে গেলেন। চিকিৎসক জিজ্ঞাসা করতেই বালতি খুলে দেখালেন, এই সাপ কামড়েছে তাঁর স্ত্রীকে।
ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরে। ঝুরখুরিয়া গ্রামের বাসিন্দা নিশা (২৯) বাড়ি পরিষ্কার করছিলেন, সেই সময় হঠাৎ ভগবানের ছবির পিছন থেকে বেরিয়ে আসে একটি সাপ। নিশাকে ছোবল মারে। পাশের ঘরেই ছিল তাঁর স্বামী রাহুল, নিশার চিৎকার শুনেই ছুটে আসেন। দেখেন, ঠাকুরের ছবির পিছনে আবার ঢুকে পড়ছে সাপটি। সঙ্গে সঙ্গে রঙের বালতি এনে তাতে ভরে ফেলেন সাপটিকে।
এদিকে ততক্ষণে জ্ঞান হারিয়েছে স্ত্রী। তাঁকে কোনওমতে বাইকে বসান যুবক। সঙ্গে বালতিতে ভরা সাপটিকেও বাইকের হ্যান্ডেলে ঝুলিয়ে নিয়ে যান। সোজা পৌঁছে যান ভাগলপুরের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে।
সেখানে চিকিৎসকের কাছে গিয়েই বালতি খুলে দেখান, “এই যে, এই সাপটা কামড়েছে আমার বউকে। প্লিজ ওকে বাঁচান”। যুবকের কাণ্ড দেখে তো ভিরমি খাওয়ার জোগাড় চিকিৎসকের। সঙ্গে সঙ্গে সাপটিকে সরাতে বলেন তিনি। এরপর ওই যুবতীর চিকিৎসা শুরু হয়।
তবে চিকিৎসকরা ওই যুবককে ধন্যবাদও জানিয়েছেন। ওই যুবক সাপটিকে নিয়ে আসাতেই বিষ চিনতে সুবিধা হয় এবং অবিলম্বে যুবতীর চিকিৎসা শুরু হয়। বর্তমানে ওই যুবতীর অবস্থা স্থিতিশীল। সাপটিকেও হাসপাতালে রাখা হয়েছে।