প্রতি রাতে শুতে ৫০০০ টাকা চায় স্ত্রী, ডিভোর্সের জন্য ৪৫ লক্ষ! কীভাবে নিস্তার পাবেন? কাতর আর্জি যুবকের
Divorce: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যুবকের পোস্ট। দাবি যে মিথ্যা নয়, তাঁর জন্য ভিডিয়োও পোস্ট করেন। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, তাঁর স্ত্রী দৈনিক ৫ হাজার টাকা দাবি করছে।

বেঙ্গালুরু: রাতে পাশে শুতেও টাকা চায় স্ত্রী। প্রতি রাতে তাঁকে নাকি ৫০০০ টাকা করে দিতে হবে! ডিভোর্স চেয়েও নিস্তার নেই। স্ত্রী ৪৫ লক্ষ টাকা দাবি করে। কোথা থেকে দেবেন এত টাকা? বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হলেন যুবক। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল যুবকের পোস্ট। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই যুবকের স্ত্রী টাকার দাবি জানাচ্ছে।
বেঙ্গালুরুর সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্রীকান্ত। ২০২২ সালে তাঁর বিয়ে হয়। কিন্তু বিবাহিত জীবন মোটেও সুখের হয়নি। স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বলতে কিছুই নেই কারণ, শারীরিক সম্পর্ক তো দূর, রাতে একই বিছানায় শুতেও স্ত্রী টাকা চায়। প্রতিদিন ৫ হাজার টাকা করে চায় স্ত্রী।
এখানেই শেষ নয়। স্ত্রী গর্ভবতীও হতে চায় না, কারণ তাতে তাঁর ফিগার নষ্ট হয়ে যাবে। সন্তান চাইলে দত্তক নিতে হবে। যদিও যুবক এই প্রস্তাবে নারাজ। সন্তান নিয়েই তাদের মধ্যে অশান্তি চরমে ওঠে। এমনকী, যুবক ডিভোর্স চেয়েছিল, তাতেও স্ত্রীর দাবি, ৪৫ লক্ষ টাকা দিতে হবে! যদি দাবি না মানে, তবে নিজের ক্ষতি করবে বলেও ভয় দেখাত। একাধিকবার যুবকের গায়ে হাত তুলেছে তাঁর স্ত্রী, এমনটাও অভিযোগ করেছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যুবকের পোস্ট। দাবি যে মিথ্যা নয়, তাঁর জন্য ভিডিয়োও পোস্ট করেন। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, তাঁর স্ত্রী দৈনিক ৫ হাজার টাকা দাবি করছে।
যুবকের আরও অভিযোগ, ব্যক্তিগত জীবনের পাশাপাশি প্রফেশনাল জীবনেও প্রভাব পড়েছে। যুবক যখন ওয়ার্ক ফ্রম হোমে কাজ করতেন, তখন স্ত্রী বিরক্ত করত। মিটিং চলাকালীন স্ত্রী জোরে গান বাজিয়ে নাচত।
নিরুপায় হয়েই পুলিশে অভিযোগ জানায় যুবক। এদিকে, তাঁর স্ত্রীর দাবি, স্বামী মিথ্যা অভিযোগ করছে।





