By-election in Mainpuri: মইনপুরী থেকে লড়বেন পুত্রবধূ, শ্বশুরমশাইয়ের জমি আগলে রাখার চ্যালেঞ্জের মুখে অখিলেশ ঘরণী

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Nov 10, 2022 | 3:21 PM

By-election in Mainpuri: মুলায়ম সিং যাদবের মৃত্যুর পর শূন্য মইনপুরী আসন। আগামী উপনির্বাচনে এসপির প্রার্থী হলেন ডিম্পল যাদব।

By-election in Mainpuri: মইনপুরী থেকে লড়বেন পুত্রবধূ, শ্বশুরমশাইয়ের জমি আগলে রাখার চ্যালেঞ্জের মুখে অখিলেশ ঘরণী
ফাইল ছবি

Follow Us

লখনউ: সম্প্রতি প্রয়াত হয়েছেন সমাজবাদী পার্টি (Samajwadi Party) প্রতিষ্ঠাতা তথা উত্তর প্রদেশের (Uttar Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav)। তাঁর মৃত্যুর পর মইনপুরী লোকসভা আসন শূন্য। এবার সেই কেন্দ্রেই অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা উপনির্বাচন। আগামী ৫ ডিসেম্বর হবে ভোটগ্রহণ। তার আগে প্রার্থীর নাম ঘোষণা করল এসপি। প্রয়াত শ্বশুরমশাইয়ের কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়বেন প্রাক্তন সাংসদ তথা এসপি প্রধান অখিলেশ যাদবের (Akhilesh Yadav) স্ত্রী ডিম্পল যাদব (Dimple Yadav)।

মুলায়মের গড় কে টিকিয়ে রাখবেন সেই নিয়ে গত ৬ নভেম্বর সাইফাইতে বৈঠক হয়। সেই বৈঠকেই স্থির হয় শ্বশুরমশাইয়ের আসন ও দায়িত্ব সামলাবেন পুত্রবধূ। এর আগে কন্নৌজ লোকসভা কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির হয়ে নির্বাচনে লড়ে দু’বার সাংসদ হয়েছিলেন ডিম্পল। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই আসনটি তাঁর হাতছাড়া হয়। এখন শ্বশুরমশাইয়ের আসন টিকিয়ে রাখার গুরু দায়িত্ব তাঁর কাঁধে সপে দেওয়া হল। এই আসনে নির্বাচনে রাজনৈতিক লড়াইয়ের তুলনায় সম্মানের লড়াই বেশি।

প্রসঙ্গত, গত মাসেই দীর্ঘ অসুস্থতার পর মৃত্যু হয় মুলায়ম সিং যাদবের। ২০১৯ সালে সেই সময় দেশ তথা রাজ্যে মোদী ২.০ এর হাওয়া। সেই পরিস্থিতিতেও ২০১৯ সালে নিজেদের পারিবারিক আসন মইনপুরীতে জয় হাশিল করেছিলেন ‘নেতাজি’। তবে নিজের রাজনৈতিক জীবনের সবথেকে কম মার্জিনে জয় ছিল সেটি। ৯৪ হাজার ভোটের ব্যবধানে তিনি বিজেপি প্রার্থীকে হারিয়েছিলেন। উল্লেখ্য, গত ১৯৯৬ সাল থেকে প্রতি লোকসভা নির্বাচনে মইনপুরী লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে এসেছে সমাজবাদী পার্টি। ১৯৯৬ সালে মুলায়ম প্রথম এই আসন জিতে নেন। তারপর ২০০৪ সাল থেকে ২০১৪ পর্যন্ত তিনি পরপর চারবার এই আসনে জয়ী হয়েছিলেন। কম ব্যবধানে হলেও মোদী ম্যাজিকের মধ্যেও ২০১৯ সালে এই আসন ধরে রাখতে পেরেছিলেন ‘নেতাজি’। শ্বশুরমশাইয়ের জেতা এই আসন বউমা আগলে রাখতে পারেন কি না তা জানা যাবে ৮ ডিসেম্বর ফলাফল ঘোষণার পর।

Next Article