গুয়াহাটি: স্বামী সন্তান নিয়ে ভরা সংসার। সবকিছু ঠিকই ছিল। গণ্ডগোল পাকিয়ে দিল ইনস্টাগ্রামে বন্ধুত্ব। বিবাহিত মহিলার সঙ্গে ইনস্ট্গ্রামে বন্ধুত্ব হয় এক যুবকের। এর পর তাঁদের মধ্যে কথা শুরু হয়। ধীরে ধীরে ২জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ওই বিবাহিত মহিলা। ওই মহিলার মেয়েরও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে জানা গেল, ইনস্ট্রাগ্রামে আলাপ হওয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছেন ওই বিবাহিত মহিলা। এই কথা জানার পরই আত্মহত্যা করেছেন ওই মহিলার স্বামী। সম্প্রতি ঘটনাটি ঘটেছে অসমের জোরহাটে। ঘটনার পর ওই মহিলার প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার সঙ্গে যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। ইনস্টাগ্রামে আলাপের পর থেকেই সম্পর্ক গড়ে ওঠে তাঁদের। দুজনেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তাঁদের মধ্যে লুকিয়ে শারীরিক সম্পর্ক হয়েছিল। প্রেমিকের টানেই স্বামীকে ছেড়ে পালিয়ে যান তিনি। এর পর আত্মহত্যা করেন ওই মহিলার স্বামী। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম মহম্মদ শাবির হুসেন। তিনি জোরহাটের ঢাকাইপট্টি এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, পালিয়ে যাওয়ার পর বিবাহিত মহিলা ফোন করেছিলেন শাবিরের এক আত্মীয়কে। তাঁকে তিনি জানিয়েছেন, পালিয়ে গিয়ে ভাল নেই তিনি। কিন্তু কোথা পালিয়েছেন সে ব্যাপারে কিছু জানাননি। জোরহাট থানায় ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করেছেন মৃত ব্যক্তির আত্মীয়রা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে জোরহাট থানার পুলিশ। পলাতক মহিলাকে খোঁজার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।