
নয়া দিল্লি: রাজধানী ও সংলগ্ন এলাকায় রাস্তাঘাটে ঘুরে-বেড়াবে না পথকুকুর। সমস্ত পথকুকুরদের সরানোর কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তারপরই ক্ষোভে ফুঁসে উঠেছে পশুপ্রেমীরা। পথকুকুরদের এভাবে সরিয়ে ফেলার বিরোধিতায় সরব তারা। পথেও নেমেছেন প্রতিবাদে। পথকুকুরদের নিয়ে এই বিতর্কের মাঝে এবার আশ্বাস দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গভাই। বললেন, এই বিষয়টি দেখছেন তিনি।
চলতি সপ্তাহের সোমবারই সুপ্রিম কোর্টে বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে রায় দেওয়া হয় যে দিল্লি ও সংলগ্ন এলাকার সমস্ত লোকালয় থেকে পথকুকুরদের সরিয়ে ফেলতে হবে। পথেঘাটে একটিও কুকুর থাকবে না। সমস্ত পথকুকুরদের পুনর্বাসনের জন্য নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রামে ডগ শেল্টার তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি পথকুকুরের কামড় এবং র্যাবিস বা জলাতঙ্কে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা বাড়তেই শীর্ষ আদালতের তরফে এই রায় দেওয়া হয়েছে। কেন্দ্র ছাড়া অন্য কারোর আবেদন শোনা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হলেও, পশুপ্রেমী সংগঠনগুলি প্রশ্ন তুলেছে যে এত পথকুকুর সরাতে, তাদের পুনর্বাসন, নির্বীজকরণ, টিকাকরণ করাতে বিপুল খরচ, এই টাকা কোথা থেকে আসবে? পুরসভা তো তহবিল নেই বলে।
এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে বিষয়টি তোলা হয়। আগে পথকুকুরদের পুনর্বাসন ও তাদের হত্যা বন্ধ করার যে রায় দেওয়া হয়েছিল আদালতের তরফে, সেই বিষয়টিও তুলে ধরা হয়। এরপরই প্রধান বিচারপতি বলেন, “আমি বিষয়টি দেখব।”