Operation Sindoor: ‘বিশ্বের দরবারে পাকিস্তানের মুখোশ খুলে দেব’, জাপান যাওয়ার আগে দৃঢ়প্রতিজ্ঞ অভিষেকদের প্রতিনিধি দল

Operation Sindoor: অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ বিশ্বের দরবারে তুলে ধরতে দেশে দেশে বহুদলীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। একাধিক প্রতিনিধি দল বিশ্বের নানা দেশে যাবে।

Operation Sindoor: বিশ্বের দরবারে পাকিস্তানের মুখোশ খুলে দেব, জাপান যাওয়ার আগে দৃঢ়প্রতিজ্ঞ অভিষেকদের প্রতিনিধি দল
বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ প্রতিনিধি দলের সদস্যরা জাপান রওনা দিলেনImage Credit source: X handle

May 21, 2025 | 5:42 PM

নয়াদিল্লি: সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সরব ভারত। এবার বিশ্বের দরবারে পাকিস্তানের মুখোশ খুলে দিতে বিভিন্ন দেশে যাচ্ছে ভারতের বহুদলীয় প্রতিনিধি দল। অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ তুলে ধরতে বুধবার বহুদলীয় একটি প্রতিনিধি দল জাপান রওনা দিল। জনতা দল ইউনাইটেডের সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে ওই প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। জাপান রওনা হওয়ার আগে সঞ্জয় ঝা বলে গেলেন, সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে বিশ্বের কাছে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়াই তাঁর টিমের কাজ।

অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ বিশ্বের দরবারে তুলে ধরতে দেশে দেশে বহুদলীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। একাধিক প্রতিনিধি দল বিশ্বের নানা দেশে যাবে। সন্ত্রাসবাদকে পাকিস্তান কীভাবে মদত দিচ্ছে, সেকথা তুলে ধরবে তারা।

এদিন সঞ্জয় ঝার নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাপান রওনা দিল। ওই প্রতিনিধি দলে তৃণমূল সাংসদ অভিষেকের পাশাপাশি রয়েছেন বিজেপি সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী, বিজেপি সাংসদ ব্রিজ লাল, বিজেপি সাংসদ প্রধান বড়ুয়া, বিজেপি সাংসদ হেমাঙ্গ জোশী। এছাড়া সিপিএম সাংসদ জন ব্রিটাস, কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ এবং প্রাক্তন অ্যাম্বাসাডর মোহন কুমারও ওই প্রতিনিধি দলে রয়েছেন।

এশিয়ার পাঁচটি দেশে যাবে সঞ্জয় ঝার নেতৃত্বাধীন এই প্রতিনিধি দল। জাপান ছাড়াও দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরে যাবেন সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন টিম। জাপান রওনা দেওয়ার আগে সংবাদসংস্থা এএনআই-কে সঞ্জয় ঝা বলেন, “সন্ত্রাসবাদ পাকিস্তানের রাষ্ট্রীয় নীতি। পুরো বিশ্বের কাছে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়াই প্রতিনিধি দলের কাজ। পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দেয়। আর রাষ্ট্রের মদতেই সেদেশে বেড়ে উঠছে সন্ত্রাসবাদ।” সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে একজোট হওয়ার বার্তা দেওয়ার কথা বললেন সিপিএম সাংসদ জন ব্রিটাস।