Supreme Court: এবার কি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবেন চাকরিহারারাও?

Supreme Court: উল্লেখ্য, এর আগে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাজ চালানোর অনুমতি দেওয়া হোক, এই মর্মে আবেদেন করেছিল পর্ষদ।

Supreme Court: এবার কি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবেন চাকরিহারারাও?
সুপ্রিম কোর্টImage Credit source: Getty Image

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 05, 2025 | 5:42 PM

কলকাতা: ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। শুধু রাজ্য নয় SSC-ও আর্জি জানিয়েছে। তবে সরকারের উপর ভরসা নেই বলে দাবি চাকরিহারাদের একাংশের। তাই তাঁরা পৃথকভাবে রিভিউ পিটিশন দায়ের করতে পারেন বলে জানা যাচ্ছে।

চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন,”সরকার পক্ষ, কমিশন, পর্ষদ তাঁরা এখনও আমাদের তাচ্ছিল্য করে যাচ্ছে। রিভিউতে যাওয়ার আগে আলোচনার দরকার ছিল। তা করা হয়নি।” অপরদিকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,”অনেকেই রিভিউ পিটিশন দাখিল করেছেন। এখন কী হয় দেখা যাক।”

উল্লেখ্য, এর আগে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাজ চালানোর অনুমতি দেওয়া হোক, এই মর্মে আবেদেন করেছিল পর্ষদ। পর্ষদের দাবি ছিল, একসঙ্গে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি চলে গেলে অসুবিধায় পড়তে পারে রাজ্য়ের স্কুলগুলি। সেই মামলায় প্রধান বিচারপতি নির্দেশ দেন, নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই ন’মাস আপাতত কাজ চালিয়ে যাবেন শিক্ষক-শিক্ষিকারা। তবে গ্রুপ-সি ও গ্রুপ ডি-র পরীক্ষায় দুর্নীতির অভিযোগ বেশি থাকার কারণে শিক্ষাকর্মীদের আপাতত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়নি কোর্ট। উল্লেখ্য,  ২০২৪ সালের ২২ এপ্রিল প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি বাতিলের রায় দেয় কলকাতা হাইকোর্ট। সংশ্লিষ্ট রায়ে পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ ছিল, নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর সেই প্রক্রিয়ায় যোগ্যতা প্রমাণ করে ফিরতে হবে চাকরিহারাদের। এই আবহের মধ্যেই এবার গোটা রায়কে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এরপর আজ জানা গেলে, পৃথকভাবে সুপ্রিম কোর্টে গিয়েছে চাকরিহারারাও।