মাঝ আকাশে খুলে ঝুলতে শুরু করল বিমানের জানালা, ক্র্যাশ করে যেত যেকোনও মুহূর্তেই! অল্পের জন্য রক্ষা যাত্রীদের

SpiceJet Flight: সকলেই জানেন, বিমানের জানালা খোলা যায় না। বাইরে বায়ুমণ্ডল থেকে হাওয়া ঢুকে যদি বিমানের কেবিনে প্রেসার হু হু করে কমতে থাকত, তাহলে নিমেষে ক্র্যাশ করে যেতে পারত বিমানটি!

মাঝ আকাশে খুলে ঝুলতে শুরু করল বিমানের জানালা, ক্র্যাশ করে যেত যেকোনও মুহূর্তেই! অল্পের জন্য রক্ষা যাত্রীদের
খুলে গেল বিমানের জানালা।Image Credit source: X

|

Jul 03, 2025 | 6:40 AM

পুণে: বিমানে বিপত্তি যেন শেষই হচ্ছে না। কখনও উচ্চতা হারাচ্ছে বিমান, কখনও আবার ইঞ্জিন বিকল। এবার বিমানের জানালাই খুলে গেল। আতঙ্কে কাঁটা যাত্রীরা। যে কোনও মুহূর্তেই ভয়ঙ্কর বিপদ ঘটতে পারত। এমনকী, ক্র্যাশ করে যেতে পারত বিমান।

ভয়ঙ্কর কাণ্ড গোয়া-পুণেগামী স্পাইসজেটের বিমানে। গোয়া থেকে পুণের উদ্দেশে রওনা দিতেই, মাঝ আকাশে হঠাৎ আলগা হয়ে গেল জানালার ফ্রেম। বাতাসের ধাক্কায় কার্যত জানালা খুলে পড়ার জোগাড়। ভাগ্যক্রমে কেবিনে বাতাসের চাপ বা প্রেসার নর্মাল থাকায়, বড় কোনও বিপত্তি ঘটেনি।

সকলেই জানেন, বিমানের জানালা খোলা যায় না। বাইরে বায়ুমণ্ডল থেকে হাওয়া ঢুকে যদি বিমানের কেবিনে প্রেসার হু হু করে কমতে থাকত, তাহলে নিমেষে ক্র্যাশ করে যেতে পারত বিমানটি!

যাত্রীদের রেকর্ড করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিমানের কাঠামো থেকে বেশ আলগা হয়ে গিয়েছে জানালা। কার্যত ঝুলছে জানালাটি। যে কোনও মুহূর্তেই তা খুলে পড়তে পারে। সম্প্রতিই আহমেদাবাদের বিমান দুর্ঘটনার স্মৃতি তাজা। তার মধ্যে বিমানের এমন হাল দেখে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় যাত্রীদের। আতঙ্কেই গোটা পথ কাটে তাদের। পরে পুণেতে বিমান অবতরণের পর বিমানের জানালা ঠিক করা হয়।

স্পাইসজেট এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, খুলে আসা অংশটি জানালায় লাগানো হয়েছিল শেডের জন্য। এটি কসমেটিক ফ্রেম। এতে যাত্রীদের সুরক্ষা বা বিমানের সুরক্ষা কোনওভাবে ঝুঁকির মুখে পড়েনি। কেবিন প্রেশার একদম স্বাভাবিক ছিল।