Airport News: এবার থেকে বিমানে উঠলে মানতেই হবে এই নিয়ম, বড় নির্দেশ এলে কেন্দ্রের থেকে

Airport: ডিজিসিএ-এর তরফে নির্দেশ দেওয়া হয়েছে, সেনার বিমানঘাঁটিতে ওঠানামার সময় বন্ধ রাখতে হবে বিমানের সব জানলা। বিশেষ করে পাক সীমান্তবর্তী এলাকার কাছাকাছি সেনাঘাঁটিতে এই নির্দেশ মানতেই হবে।

Airport News: এবার থেকে বিমানে উঠলে মানতেই হবে এই নিয়ম, বড় নির্দেশ এলে কেন্দ্রের থেকে
এবার থেকে মানতেই হবে এই নিয়ম

May 24, 2025 | 7:51 PM

নয়া দিল্লি: ‘অপারেশন সিঁদুরের’ কয়েকদিন পর গুপ্তচর বৃত্তির জেরে গ্রেফতার হয়েছিলেন ইউটিউবার জ্যোতিরানি মালহোত্রা। শুধু জ্যোতি একা নন গ্রেফতার হয়েছেন আরও অনেকে। তাঁদের তৈরি বিভিন্ন ‘কনটেন্টে’ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার ভিডিয়ো রয়েছে। তাতে দেশের সুরক্ষা বিঘ্নিত হতে পারে। এই আবহে নিরাপত্তার স্বার্থে সমস্ত বেসরকারি বিমান সংস্থাকে নির্দেশ দিল দেশের অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ বা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন।

ডিজিসিএ-এর তরফে নির্দেশ দেওয়া হয়েছে, সেনার বিমানঘাঁটিতে ওঠানামার সময় বন্ধ রাখতে হবে বিমানের সব জানলা। বিশেষ করে পাক সীমান্তবর্তী এলাকার কাছাকাছি সেনাঘাঁটিতে এই নির্দেশ মানতেই হবে। এখানেই শেষ নয়, নির্দেশিকায় আরও বলা হয়েছে সেনার বিমানঘাঁটি থেকে ওড়ার পর দশ হাজার কিলোমিটার উপরে না ওঠা অবধি বিমানের সমস্ত জানলা বন্ধ রাখতে হবে। মূলত, বায়ুসেনার কোনও তথ্য যাতে না বাইরে যায়, দেশের সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইমার্জেন্সি উইন্ডোর ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

ডিজিসিএ-এর তরফে নির্দেশিকায় এও বলা হয়েছে, বিমানঘাঁটি দিয়ে ওড়ার সময় যাত্রীদের সতর্ক করবেন বিমান পরিষেবকরা। যাতে এই সময় তাঁরা কোনও রকম ছবি তোলা বা ভিডিয়ো করা থেকে বিরত থাকেন। আর কেউ যদি এই নিয়ম না মানে তাহলে আইনানুগ পদক্ষেপ করা হবে।