
নয়া দিল্লি: আগামী সপ্তাহের সোমবার, ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। ২২ ডিসেম্বর অবধি চলবে অধিবেশন। তার আগেই আজ রয়েছে সর্বদলীয় বৈঠক। সকাল ১১টা থেকে শুরু হবে সর্বদলীয় বৈঠক। সূত্রের খবর, এ দিনের বৈঠক উত্তপ্ত হতে পারে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের প্রস্তাব নিয়ে। সূত্রের খবর, শীতকালীন অধিবেশনের শুরুতেই মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের প্রস্তাব আনা হতে পারে। এর তীব্র বিরোধিতা করবে বিরোধীরা।
সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী আজ লোকসভা ও রাজ্যসভার সমস্ত সদস্যদের নিয়ে সর্বদলীয় বৈঠক করবেন। শীতকালীন অধিবেশন যাতে সুষ্ঠ ও সফলভাবে পরিচালিত হয়, তার লক্ষ্যেই এই বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল সহ একাধিক শীর্ষ নেতৃত্ব।
জানা গিয়েছে, এবারের শীতকালীন অধিবেশনে মোট ১৯টি বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এরমধ্যে ন্যয়সংহিতা সহ তিনটি অপরাধমূলক আইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংশোধনী বিল রয়েছে। এছাড়াও জম্মু-কাশ্মীর ও পুদুচেরিকে মহিলা সংরক্ষণের আওতায় আনার বিল পেশ করা হতে পারে। ১২টি বিল এই অধিবেশনে পাশ করানোর চেষ্টা করবে কেন্দ্র। আলোচনার জন্য ৭টি বিল প্রস্তাবিত করা হতে পারে।
পাক অধিকৃত কাশ্মীর থেকে আসা ভারতীয়, উদ্বাস্তু কাশ্মীরি এবং তপশিলি উপজাতিদের আসন সংরক্ষণের লক্ষ্যে জম্মু-কাশ্মীর বিধানসভার আসন সংখ্যা বৃদ্ধির বিল আনা হচ্ছে। এদিকে, ইতিমধ্যেই প্রস্তাবিত এই বিলের বিরোধিতা করেছে বিরোধী দলগুলি। এই বিল নিয়ে তাড়াহুড়ো না করার আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
অধিবেশনের প্রথম দিন, সোমবারই সংসদের লোকসভায় এথিক্স কমিটি ঘুষ বিতর্কে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করার যে সুপারিশ করেছে, তা পেশ করা হবে। লোকসভার সচিব তথা এথিক্স কমিটির চেয়ারপার্সন বিনোদ কুমার সোনকর এই রিপোর্ট স্পিকারের কাছে পেশ করবেন। তৃণমূল সাংসদের পদ থাকবে কি না, তা আলোচনার ভিত্তিতে স্থির করবেন স্পিকার ওম বিড়লা।
স্বাভাবিকভাবেই মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের বিরোধিতা করবে তৃণমূল সহ অন্যান্য় বিরোধী দলগুলি। আজকের সর্বদলীয় বৈঠকও মহুয়া ইস্যু নিয়ে উত্তপ্ত হতে পারে।