
জয়পুর: চলন্ত গাড়িতে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার একটি বেসরকারি কোম্পানির সিইও, মহিলা এগজেকিউটিভ হেড ও তাঁর স্বামী। জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে নির্যাতিতাকে বাড়ি অবধি পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন সহকর্মীরা। তাদের ভরসা করে গাড়িতে উঠতেই তার উপর পাশবিক অত্যাচার শুরু হয়।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরে। নির্যাতিতা ওই সংস্থায় ম্যানেজার পদে কাজ করতেন। গত ২০ ডিসেম্বর তিনি একটি জন্মদিনের পার্টিতে যান রাত ৯টা নাগাদ। ততক্ষণে পার্টিতে উপস্থিত বাকিরা মদ্যপান করছিলেন। নির্যাতিতা নিজেও মদ্যপান করেন। রাত দেড়টা নাগাদ কোম্পানির সিইও, এগজেকিউটিভ হেড ও তাঁর স্বামী একসঙ্গে বের হন। ওই সময় নির্যাতিতাও বাড়ির উদ্দেশে রওনা দেন। তবে মদ্যপান করায় তাঁর শরীর খারাপ হচ্ছিল। এই সময়ে কোম্পানির ওই মহিলা এগজেকিউটিভ হেড নিজের গাড়িতে লিফট দেওয়ার প্রস্তাব দেন।
নির্যাতিতার দাবি, মাঝপথে অভিযুক্ত তিনজন গাড়ি থেকে নেমে সিগারেট জাতীয় কিছু কেনে এবং তাঁকে জোর করে পান করায়। এরপরই নির্যাতিতা বেহুঁশ হয়ে যান। পরেরদিন হুঁশ ফিরলে বুঝতে পারেন, তাঁর সঙ্গে শারীরিক নিগ্রহ করা হয়েছে। তিনি পুলিশে অভিযোগ জানান। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বুধবার তাদের আদালতে পেশও করা হয়েছিল। চারদিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।
নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা এবং যে গাড়িতে তাঁর উপরে অত্যাচার চলে বলে অভিযোগ, সেটিও পরীক্ষা করা হচ্ছে।