‘গণধর্ষণ’-র পর রাস্তায় নগ্ন অবস্থায় সাহায্য প্রার্থনা নির্যাতিতার, এগিয়ে এল না কেউ!

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Sep 11, 2023 | 2:30 AM

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে দুই অভিযুক্ত। সেখান থেকে কোনও মতে পালিয়ে আসেন নির্যাতিতা মহিলা। কিন্তু তিনি নিজের পোশাক আনতে পারেননি। নগ্ন হয়েই রাস্তার ধারে সাহায্য চাইছিলেন তিনি।

গণধর্ষণ-র পর রাস্তায় নগ্ন অবস্থায় সাহায্য প্রার্থনা নির্যাতিতার, এগিয়ে এল না কেউ!
প্রতীকী ছবি

Follow Us

জয়পুর: এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। রাজস্থানের ভিলওয়ারাতে শনিবার ঘটেছে এই ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। সে সময়ই অভিযুক্ত দুই ব্যক্তি তাঁকে তুলে নিয়ে যায় নির্জন জায়গায়। সেখানে তাঁকে মারধরের পাশাপাশি গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। গণধর্ষণে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে দুই অভিযুক্ত। সেখান থেকে কোনও মতে পালিয়ে আসেন নির্যাতিতা মহিলা। কিন্তু তিনি নিজের পোশাক আনতে পারেননি। নগ্ন হয়েই রাস্তার ধারে সাহায্য চাইছিলেন তিনি। কিন্তু অভিযোগ, তাঁকে পাগল ভেবে অনেকেই সাহায্য করার বদলে মুখ ফিরিয়ে নেন। নগ্ন অবস্থায় ওই মহিলাকে দেখে গ্রামবাসীরা কাপড় এনে দেন। এর পর পুলিশকে খবর দেওয়া হয়।

নির্যাতিতা মহিলা পুলিশকে জানিয়েছেন, তিনি দুই অভিযুক্তের মধ্যে এক জনকে চেনেন। ঘটনার দিন সন্ধ্যাবেলা এক অভিযুক্ত নির্যাতিতাকে ফোন করে তাঁর সঙ্গে দেখা করতে বলেছিলেন। কিন্তু তা করতে রাজি হননি ওই মহিলা। এর পর তিনি যখন বাড়ি বাইরে বেরিয়েছিলেন তখনই দুই অভিযুক্ত তাঁকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার খবর পেয়ে সে জেলার পুলিশ সুপারও এসেছিলেন ঘটনাস্থলে। তাঁকে পেয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Next Article